Amar Sangbad
ঢাকা বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫,

কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড, রাজুতে অনশন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৩, ২০২৫, ১২:১৫ এএম


কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড, রাজুতে অনশন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাছুদের পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর আগে রাত দশটায় পূর্বঘোষিত কর্মসূচির অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল টিএসসি হয়ে শাহবাগ মোড়ে যায়।

শিক্ষার্থীরা ‘ব্লকেড, শাহবাগ ব্লকেড, আমার ভাই অনশনে, ইন্টেরিম কী করে, শিক্ষা- সন্ত্রাস একসঙ্গে চলে না’ ইত্যাদি স্লোগান দেন।

সরেজমিনে দেখা যায়, শাহবাগে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এই সংখ্যা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলছে। শিক্ষার্থীদের দাবি, কুয়েট ভিসি পদত্যাগ না করা পর্যন্ত তাদের শাহবাগ ব্লকেড কর্মসূচি চলবে।

এদিকে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ১০-১২ জন নেতা।

ইএইচ

Link copied!