আমার সংবাদ ডেস্ক
এপ্রিল ২৪, ২০২৫, ০৩:০৫ পিএম
আমার সংবাদ ডেস্ক
এপ্রিল ২৪, ২০২৫, ০৩:০৫ পিএম
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সহ-উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম জানিয়েছেন, তিনি পদত্যাগ করেননি। বরং তাকে অব্যাহতি না দেওয়ার অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন শিক্ষা উপদেষ্টার কাছে।
বৃহস্পতিবার এক গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে শেখ শরীফুল আলম বলেন, ‘গণমাধ্যমে দেখেছি আমাকে ও উপাচার্যকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু আমি এ বিষয়ে কোনো চিঠি পাইনি, আর আমি পদত্যাগও করিনি।’
তিনি জানান, শিক্ষা উপদেষ্টার ফোন নম্বর না থাকায় ইউজিসির একজন সদস্যের মাধ্যমে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে পক্ষপাতমূলক সিদ্ধান্ত থেকে বিরত থাকতে এবং তদন্তসাপেক্ষে ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন।
চিঠিতে তিনি উল্লেখ করেন, গত বছরের ৪ ডিসেম্বর সহ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেও উপাচার্য তাকে কোনো প্রশাসনিক বা আর্থিক দায়িত্ব দেননি। ১১ জানুয়ারির সিন্ডিকেট সভায় সহ-উপাচার্যের সীমিত প্রশাসনিক ক্ষমতাও বাতিল করা হয়। এতে গত চার মাস ধরে তিনি প্রশাসনিক কাজে সম্পূর্ণভাবে বিযুক্ত।
শেখ শরীফুল বলেন, ‘আমি এখনো জানি না আমার অপরাধ কী, আর আমাকে আত্মপক্ষ সমর্থনেরও সুযোগ দেওয়া হয়নি। এমন সিদ্ধান্ত ক্যাম্পাসে ভুল বার্তা দেবে।’
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, কুয়েটের উপাচার্য ও সহ-উপাচার্যকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিআরইউ