Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

প্রবাসীদের জন্য হটলাইন চালু

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ৫, ২০২২, ০৪:২৬ পিএম


প্রবাসীদের জন্য হটলাইন চালু

প্রবাসীদের জন্য ‘প্রবাস বন্ধু কল সেন্টার’ নামে হটলাইন চালু করা হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, বৈদেশিক কর্মসংস্থান ও ঋণ সহযোগিতার জন্য বিভিন্ন তথ্য, প্রবাসী কর্মী ও তাদের পরিবারের বিভিন্ন সমস্যা সমাধান এবং প্রয়োজনীয় সহযোগিতার জন্য এ সেবা চালু করা হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ‘১৬১৩৫’ টোল ফ্রি নম্বর দিয়ে ‘প্রবাস বন্ধু কল সেন্টার’ নামে হটলাইন চালু করেছে।

সেবা গ্রহীতাদের জন্য এই কল সেন্টার ২৪ ঘন্টা খোলা থাকবে বলে। এছাড়া বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে এই সেবা পাওয়া যাবে। সূত্র : বাসস

এবি

Link copied!