Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

আবুধাবিতে নারী অঙ্গণের বর্ষপূর্তী ও বসন্ত বরণ

ওবায়দুল হক মানিক, আমিরাত

ওবায়দুল হক মানিক, আমিরাত

ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ১১:৪৬ এএম


আবুধাবিতে নারী অঙ্গণের বর্ষপূর্তী ও বসন্ত বরণ

আমিরাতের রাজধানী আবুধাবীর বাংলার নারী অঙ্গণের দ্বিতীয় বর্ষপূর্তি ও ফাল্গুন উৎসবের অনুষ্ঠানমালা সংগঠনের আহবায়ক আজমেরি বেগমের সভাপতিত্বে ও সদস্য সচিব মুনমুন আজহার এবং সাংগঠনিক সম্পাদক গুলশান আরার পরিচালনায় গত রোববার (১২ ফেব্রুয়ারি) আবুধাবির কর্ণেস পার্কে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা সমিতি ইউএই‍‍`র সভাপতি তথা রাষ্ট্রদূত পত্নী মিসেস সালমা জাফর। অনুষ্ঠানে দেশীয় খেলাধুলা, দেশীয় খানাপিনা, আলোচনা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের বিশেষ সহযোগিতায় ছিলেন মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন, আজহারুল ইসলাম, রাশিদুল হাসান, শামিমা, সানজিদা আনজুম শিমুল, রুনা মিজান, সাইমা কুতুব, ঐশী, আনিশা, ফারজানা, কানিজ ফাতেমা প্রমুখ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও আবুধাবীর বিশিষ্ট ব্যক্তিবর্গ।প্রধান অতিথি রাষ্ট্রদূত পত্নী মিসেস সালমা জাফর এ ধরনের অনুষ্ঠান করাতে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এবং প্রবাসে এ ধরনের অনুস্ঠানের মাধ্যমে দেশীয় সংস্কৃতির প্রসার করার আহবান জানান।

কেএস 

Link copied!