Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

দুবাইয়ে আল হারামাইন গ্রুপের ইফতার মাহফিল

ওবায়দুল হক মানিক,  দুবাই

ওবায়দুল হক মানিক, দুবাই

এপ্রিল ১, ২০২৩, ০৮:১১ পিএম


দুবাইয়ে আল হারামাইন গ্রুপের ইফতার মাহফিল

সংযুক্ত আরব আমিরাতের বানিজ্যিক রাজধানী দুবাইয়ে আল হারামাইন পারফিউম গ্রুপ অফ কোম্পানি  ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করে।  

মঙ্গলবার (২৮ মার্চ) দুবাই মহেসনা তাঁদের বাসভবন হারামাইন ভিলায় প্রবাসী, ব্যবসায়ী, ও সাংবাদিকদের সম্মানে এই  ইফতার আয়োজন করা হয়।

বিশ্বখ্যাত প্রতিষ্ঠান আল হারামাইন পারফিউম গ্রুপ অফ কোম্পানিজ এবং এনআরবি ব্যাংকের চেয়ারম্যান,এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন এর সভাপতি মোহাম্মদ মাহাতাবুর রহমান নাসির সিআইপি ও তাঁর সহধর্মিণী বাইজুন নাহার চৌধুরী সিআইপি।

এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। 

এছাড়াও এ পরিবারে প্রায় ৫’শ প্রবাসী বাংলাদেশি, আমিরাতের কমিউনিটি ব্যক্তিত্ব ও প্রবাসী সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এ সময় ইসলাম ধর্মের মূল্যবোধ নিয়ে আলোচনা করেন বক্তারা। পরে বাংলাদেশের সাফল্য ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

এমএইচআর
 

Link copied!