Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

আন্জুমানে খুদ্দামুল মুসলেমিনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দুবাই প্রতিনিধি

দুবাই প্রতিনিধি

এপ্রিল ১০, ২০২৩, ১১:২৬ এএম


আন্জুমানে খুদ্দামুল মুসলেমিনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আহলে সুন্নাত ওয়াল জামাতের মতার্দশভিত্তিক বহুমূখী সেবামূলক সংস্হা আন্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ দুবাই পরিবারের উদ্যোগে ‘ঐতিহাসিক শোহদায়ে বদর স্মরণে ও সংস্হা সম্মানিত সহ সাধারণ সম্পাদক এম মিজানুর রহমানের বাবা মরহুম হয়রত আল্লামা আজিজুর রহমান (রহ.) এর ইছালে ছাওয়াব উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল দুবাইয়ের স্থানীয় একটি হোটেলে  অনুষ্ঠিত হয়েছে।

মহান আল্লাহ তায়ালা তাঁর প্রিয় বান্দাদের অন্তরকে পরিপূর্ণ আত্মসুদ্দী করার লক্ষে পবিত্র রমজানের মত একটি মহিমান্বিত মাস দিয়েছেন। সভাপতি মাওলানা আবুল কাশেমের ও সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুল হক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবাসী সাংবাদিক সমিতির সিনিয়র সহ-সভাপতি নাসিম উদ্দীন আকাশ। সংস্থার সাংগঠনিক সম্পাদক এম আব্দুল খালেকের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন, সংস্থার উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক ও প্রবাসী সাংবাদিক সমিতির প্রচার সম্পাদক ওবাইদুল হক মানিক, মিজানুর রহমান, মো. ছাদেক, মো. মাসুদুর রহমান, মো. তৈয়ব, মো. শাহাদাত প্রমুখ।

মো. লোকমানের কোরআন মাজীদ তেলাওয়া ও আব্দুল খালেকের নাতে রাসুল (দরুদ) পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

এআরএস

Link copied!