Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মালয়েশিয়া যুবদলের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মালয়েশিয়া প্রতিনিধি

মালয়েশিয়া প্রতিনিধি

জুলাই ৫, ২০২৩, ০২:৩৪ পিএম


মালয়েশিয়া যুবদলের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত আ স ম হান্নান শাহ এর উত্তরসূরী শাহ রিয়াজুল হান্নান রিয়াজকে সংবর্ধনা ও আলোচনা সভা করেছে মালয়েশিয়া যুবদল। মঙ্গলবার রাত ৯ টায় কুয়ালালামপুরের বুকিতবিনতাং এ সভা অনুষ্ঠিত হয়েছে।

মালয়েশিয়া যুবদল এর সহ-সভাপতি মঞ্জু খান এর সভাপতিত্বে সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক বাদল কারার । 

পবিত্র কোরান তেলাওয়াত- মোজাম্মেল হক প্রধান। প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপি এর সাধারন সম্পাদক শাহ রিয়াজুল হান্নান রিয়াজ। বিশেষ অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ডঃ এম,এ কাইয়ুম ও  কেন্দ্রীয় কমিটির সদস্য মির্জা খোকন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুবদল নেতা মো. জসীম উদ্দিন। বক্তব্য প্রদান রাখেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ,সহ সভাপতি তালহা মাহমুদ,সহ সাধারন সম্পাদক-কাজী সালাহ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন আহমেদ।

আরো বক্তব্য রাখেন, মালয়েশিয়া যুবদল এর কর্মসংস্থান সম্পাদক জাহাংগীর হাওলাদার, মালয়েশিয়ার স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হেলাল শিকদার,যুব নেতা নুরে সিদ্দিকী সুমন,যুবনেতা টিপু সুলতান,রাসেল রানা, যুবদল সিমুনিয়া শাখা সা. সম্পাদক শেখ সেলিম।

আরো উপস্থিত ছিলেন স্বেছাসেবক দল মালয়েশিয়ার যুগ্ম সা. সম্পাদক কাজী সোহেল  মাহমুদ,প্রচার সম্পাদক- মারুফ এলাহি।মহানগর যুবদল এর লিটন শেখ,রিকি রব্বানি, সিমুনিয়া শাখা যুবদল সভাপতি- খালিদ হাসান রিপন,যুবদল এর মিরাজ মাজী, বাবু সরকার,বাপ্পি, নুরুল ইসলামসহ অনেকে।

বিএনপি এর সহ সা. সম্পাদক ফজলুল করিম সোহরাব,ক্রিড়া সম্পাদক আরিফ হোসেন, বিএনপি নেতা শাহজালাল, সাইফুল,ইমন। শাহা আলম শাখা বিএনপি সহ সভাপতি- এস,কে আলম কাজী, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ।

স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া নেতা ইমরান, তারেক, মাহফুজ। জিসাস নেতা আনোয়ার পারভেজ সহ না.গঞ্জ জাতীয়তাবাদি ফোরাম সভাপতি আমজাদ হোসেন মৃধা সহ অসংখ্য নেতাকর্মী বৃন্দ। পরিশেষে দেশ নেত্রি বেগম খালেদা জিয়া এর আশু রোগমুক্তি কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এইচআর

Link copied!