মালয়েশিয়া থেকে
আগস্ট ২২, ২০২৩, ১২:৫৮ পিএম
মালয়েশিয়া থেকে
আগস্ট ২২, ২০২৩, ১২:৫৮ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে দলটির মালয়েশিয়া শাখা। স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সভাপতি হাবিবুর রহমান তালুকদার রতনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম বশির আলম ও সাংগঠনিক সম্পাদক শামসুল আলম হেলাল শিকদার এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক এবং কুয়ালালামপুর মহানগরের সভাপতি এম এম মোজাম্মেল হক প্রধান ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব ডক্টর এম এ কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ডিসিসির সাবেক কমিশনার ও অবিভক্ত ঢাকা মহানগর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মির্জা খোকন। সভায় প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হাসান।
এ সময় আরও বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপি`র সহ-সাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, সদস্য ও যুবনেতা মো. জসিম উদ্দিন, যুবদল মালয়েশিয়া শাখার সহ-সাধারণ সম্পাদক রমজান আলী, ছাত্র বিষয়ক সম্পাদক ডক্টর ফয়জুল করিম, মালয়েশিয়া যুবদলের দফতর সম্পাদক বাদল কারার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সোহেল মাহমুদ, সহ-সাধারণ মাহফুজুর রহমান সোহেল, হাসান রাজ, তারেক সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আল ইমরান, সহ-সাংগঠনিক সম্পাদক রিপন চৌধুরী, কুয়ালালামপুর মহানগর স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা রুবি খান, সদস্য এম এম রাকিব, মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সভাপতি বাদল আহমেদ, সিমুনিয়া মহানগর যুবদল সাধারণ সম্পাদক শেখ সেলিম, কুয়ালালামপুর মহানগর যুবদল যুগ্ন- সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন মৃধা প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল লিটন, সহ-সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, সহ- অর্থ বিষয়ক সম্পাদক এম এ কালাম, ক্রীড়া সম্পাদক আরিফ হোসেন, আর্কাইভ বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন, যুবদল সহ-সভাপতি মঞ্জু খা, যুবনেতা নূরে সিদ্দিকী সুমন, জাহাঙ্গীর হাওলাদার, সুলতান বিন সিরাজ, জাহাঙ্গীর আলম রনি, শফিকুল ইসলাম সোহেল, ইঞ্জিনিয়ার শাহজালাল, আনোয়ার পারভেজ,স্বেচ্ছাসেবক দলের সহ- সভাপতি জিয়াউল হক বিটু, ফারুক হোসেন, প্রচার সম্পাদক জনাব মাহরুফ এলাহী, সহ প্রচার সম্পাদক সজীব আহমেদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. মোস্তফা কামাল, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আক্তারুজ্জামান।
সভায় বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোসহ আন্দোলন সংগ্রামে নিহত বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের বিদেহী আত্নার মাগফেরাত এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন যুবদল সেরদাং মহানগর শাখার সাবেক সভাপতি নাজমুল হাসান।
এইচআর