Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মালয়েশিয়ায় মুক্তি পাচ্ছে প্রিয়তমা

মালয়েশিয়া প্রতিনিধি

মালয়েশিয়া প্রতিনিধি

আগস্ট ২৫, ২০২৩, ০৬:৫৯ পিএম


মালয়েশিয়ায় মুক্তি পাচ্ছে প্রিয়তমা

দেশের গন্ডি পেড়িয়ে এবার বিদেশের মাটিতে প্রিয়তমা প্রবাসী দর্শকের মন জয় করছে। যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তির পর এবার মালয়েশিয়ায় মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার খান সাহেব শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি।

মালয়েশিয়া প্রিয়তমার মুক্তি খবরে প্রবাসীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। অবশেষে মালয়েশিয়া সেন্সর থেকে ছাড়পত্র পেয়েছে। আগামী ৩১ অগাস্ট মালয়েশিয়া বিভিন্ন প্রেক্ষাগৃহে সাকিব খান অভিনীত ছবি প্রিয়তমা মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন মালয়েশিয়ার হ্যাপি ট্রিপ ট্রাভেল এন্ড ট্যুরস পরিচালক এসএম মোয়াজ্জেম হোসেন নিপু।

যেসব হলে মালয়েশিয়া প্রবাসীরা ছবিটি দেখতে পাবে তা হল -টিজিভি কেএলসিসি, টিজিভি চেরাস সেন্ট্রাল, টিএসআর সিনেমাক্স শাহআলম, এ-ই সিনেমাক্স সেরেম্বান, এমএমসি প্রানগিন মল পেনাং, এমএমসি সিটি স্কয়ার জোহর। এই ব্যাপারে আরো বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানিয়ে দেওয়া হবে।  

শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি। সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

এইচআর

Link copied!