Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মালয়েশিয়া নবীন দলের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

আশরাফুল মামুন, মালয়েশিয়া

আশরাফুল মামুন, মালয়েশিয়া

অক্টোবর ১৬, ২০২৩, ০৮:০০ পিএম


খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মালয়েশিয়া নবীন দলের দোয়া ও  আলোচনা সভা অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এবং আলোচনা সভা করেছে মালয়েশিয়াস্থ নবীন দল। সংগঠনের সভাপতি হাসেম মোল্লার সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আজিম হোসাইন ও মোক্তার হোসেন। গতকাল(১৫ অক্টোবর) সন্ধ্যায় কুয়ালালামপুর বুকিত বিনতাং  এ সভা অনুষ্ঠিত হয়।  

ভার্চ্যুয়ালী  প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, ভার্চুয়ালী বিশেষ অথিতি ছিলেন,মালয়েশিয়া বিএনপির মাহবুব আলম শাহ্ ,ড. ওয়ালি উলাহ জাহিদ , যুবদলের জাহাঙ্গীর আলম খান আঃ আজিজ মোল্লা। যুবদল মালয়েশিয়ার সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ মন্ডল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মালয়েশিয়া নবীন দলের উপদেষ্টা আবু কাউছার ভূঁইয়া। 
বক্তব্য রাখেন, মালয়েশিয়া মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মেহদী হাসান,  সাধারন সম্পাদক মো রাসেল রানা, মোশাররফ হোসেন ,শেখ মোহম্মদ তুহিন,আব্দুল রাজ্জাক মধু ,রিয়াদ মলিক, যুবনেতা এম এ মোমেন,যুব ও মহিলা বিষয়ক সম্পাদিকা বিলকিস আক্তার বিথী।
কুমিল্লা বিভাগীয় নবীন দলের রাহিদূল ইসলাম রাসেল। নবীন দল থেকে উপস্থিত ছিলেন,সহ-সভাপতি রায়াহা ডালি, মো ফারুক ,আনোয়ার হোসেন ,মো সাগর আহমেদ,রিয়াদ হোসেন ,জাকির হোসেন, মো শরীফ  সহ আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি‍‍`র অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মী বৃন্দ।

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনায়  দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন  বুকিত বিনতাং বাংলাদেশী জামে মসজিদের ইমাম মাওলানা আবু তাহের।

আরএস
 

Link copied!