Amar Sangbad
ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫,

মালয়েশিয়ায় হাইওয়ে নির্মাণ সাইটে মাটি চাপায় তিন বাংলাদেশীর মর্মান্তিক মৃত্যু

আশরাফুল মামুন, মালয়েশিয়া

আশরাফুল মামুন, মালয়েশিয়া

নভেম্বর ২, ২০২৩, ০৮:২১ পিএম


মালয়েশিয়ায় হাইওয়ে নির্মাণ সাইটে মাটি চাপায় তিন বাংলাদেশীর মর্মান্তিক মৃত্যু

মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের মাচাং জেলার কাম্পুং মাকা পুলাই চোনডংয়ে একটি হাইওয়ে নির্মাণস্থলে মাটিচাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী আনিস আসিকিন আরিফিন (২৯) জানান, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে যখন ঘটনাটি ঘটে তখন সে বাড়ি থেকে বেশ চেচামেচি শুনতে পায়।

তার ভাষ্যমতে, বাড়ি থেকে বেরিয়ে সে দেখে ওই সময় ভুক্তভোগীদের সহকর্মীরা এসকাভেটর এরদিকে ছুটে যাচ্ছে, যেখানে তিন শ্রমিক মাটি চাপা পড়েছিলো।

প্রত্যক্ষ্যদর্শী দাবি করেছেন তিনজন নিহত বাংলাদেশী শ্রমিক হতে পারে কারণ তার আগে  বেশ কয়েকজন শ্রমিক সেখানে কাজ করছিল।

মাচাং জেলা পুলিশ সুপার মোঃ আদলি মাত দাউদের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার খবর পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তার মতে, দুপুর আড়াইটার দিকে পুলিশ জনসাধারণের কাছ থেকে একটি রিপোর্ট পায়।

এদিকে উদ্ধার অভিযানের অপারেশন কমান্ডার: আহমেদ আলফারা বিন মোহাম্মদ জিন জানিয়েছেন যখন দমকল এসে ঘটনাস্তলে পৌছায় ততক্ষনে মারা গেছে তিনজনই। এদিকে তাদের মরদেহ উদ্ধার করে মাচাং জেলা পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ জানায় মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

এদিকে নিহত তিন বাংলাদেশীর পরিচয় এখনো জানা যায়নি।

আরএস

Link copied!