Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৯০ অবৈধ অভিবাসী আটক

আশরাফুল মামুন, মালয়েশিয়া

আশরাফুল মামুন, মালয়েশিয়া

ফেব্রুয়ারি ১, ২০২৪, ০২:২২ পিএম


মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৯০ অবৈধ অভিবাসী আটক
ছবি: আমার সংবাদ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৯০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

বুধবার দিবাগত গভীর রাতে সেলাঙ্গর রাজ্যের ক্লাংয়ের জালান আমান পেরদানার একটি অ্যাপার্টমেন্টে, বুকিত আমান আন্ডারকভার, অপরাধ বিভাগের নেতৃত্বে জেনারেল অপারেশন টিম এবং সেলাঙ্গরের মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সহায়তায় অভিযানে চালিয়ে ৪৯০ অবৈধ অভিবাসীদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। আটকদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা এখনও জানা যায়নি।

বৃহস্পতিবার মেট্রো হারিয়ানে প্রকাশিত খবরে বলা হয়, ক্লাংয়ের শিল্প এলাকা দ্বারা বেষ্টিত পাঁচতলা অ্যাপার্টমেন্টের আশেপাশের কারখানায় কর্মরত অভিবাসীরা বসবাস করতেন। বুধবার স্থানীয় সময় রাত আড়াইটায় এ অ্যাপার্টমেন্টে অভিযান চালানো হয়।

দেশটির অভিবাসন বিভাগ বলছে, অভিযানের আগে অভিবাসীদের অনুপ্রবেশের বিষয়ে স্থানীয় জনগণের কাছ থেকে অভিযোগ ও তথ্য পাওয়ার পর পুলিশ এলাকায় প্রায় এক মাস ধরে গোয়েন্দা নজরদারি চালায়।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে, ডকুমেন্টেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ২০ থেকে ৫০ বছর বয়সী আটক অভিবাসীদের পরবর্তী পদক্ষেপ গ্রহণে সেমুনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে নিয়ে রাখা হয়েছে।

ইএইচ

Link copied!