আশরাফুল মামুন, মালয়েশিয়া
ফেব্রুয়ারি ২৩, ২০২৪, ০২:২১ পিএম
আশরাফুল মামুন, মালয়েশিয়া
ফেব্রুয়ারি ২৩, ২০২৪, ০২:২১ পিএম
মালয়েশিয়াস্থ বঙ্গবন্ধু পরিষদ কুয়ালালামপুর মহানগর শাখার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ভাষা ও শহীদ দিবস পালন করা হয়েছে।
দেশটির রাজধানী কুয়ালালামপুরের পুডু বাণিজ্যিক এলাকায় মামা আর্ট এন্ড কালচার সেন্টারে এ উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু পরিষদ কুয়ালালামপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর কমিটির সভাপতি মো. তোফাজ্জল হোসেন খান।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. ফরিদ উদ্দিন। জাতীয় সংগীত গাওয়ার পর সকল শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বঙ্গবন্ধু পরিষদ মালয়েশিয়া কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, মো. ইয়াছিন টুটুল, জহিরুল ইসলাম, মো. লাল্টু বিশ্বাস, মো. আবু হানিফ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, মালয়েশিয়াস্থ বাংলাদেশ প্রবাসী কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ প্রবাসীরা।
আলোচনা শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত ও দেশবাসীর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মামা সাংস্কৃতিক শিল্পী-গোষ্ঠী বিডি মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা এমদাদুল হক সবুজ।
ইএইচ