Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযানে প্রতিদিনই আটক হচ্ছেন বহু বাংলাদেশি

আশরাফুল মামুন, মালয়েশিয়া

আশরাফুল মামুন, মালয়েশিয়া

জুন ২৬, ২০২৪, ০৮:২৮ পিএম


মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযানে প্রতিদিনই আটক হচ্ছেন বহু বাংলাদেশি

মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের সাঁড়াশি অভিযানে প্রতিদিনই আটক হচ্ছেন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীরা। এসব অভিযানের ফলে দেশটিতে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

কারণ এসব অভিযানে অবৈধ প্রবাসীর সাথে বৈধ প্রবাসীদের কেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হচ্ছে। অভিযানে আটক হলে হয়রানিসহ নানা ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হচ্ছে প্রবাসীদের। সদ্য আসা কলিং ভিসার কর্মীদেরও আটক করা হচ্ছে।

এসব হয়রানি বন্ধে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপ কামনা করছেন প্রবাসী বাংলাদেশিরা।  

প্রতিদিনই মালয়েশিয়ার কোন না কোন রাজ্যে চলছে ইমিগ্রেশন বিভাগের অভিবাসী ধরপাকড় অভিযান।

এসব অভিযানে গভীর রাতে বাংলাদেশিসহ ইন্দোনেশিয়া, মায়ানমার, পাকিস্তান, ইন্ডিয়ার শত শত নাগরিক আটক হচ্ছে।

চলতি সপ্তাহে বিপুল পরিমাণ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিকসহ ১৭০০ অভিবাসীকে আটক করা হয়েছে যার ৯০ শতাংশ বৈধ অভিবাসী কর্মী। মালয়েশিয়ার যেসব আবাসিক এলাকায় অভিবাসী বেশি বসবাস করে সেসব এলাকায় টার্গেট করে চারদিকে ঘিরে ফেলে গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

মালয়েশিয়ায় গত ২ বছরে কলিং ভিসায় ৪ লাখ ৭২ হাজার বাংলাদেশি শ্রমিক চাকরি নিয়ে দেশটিতে প্রবেশ করেছে। এছাড়া দেশটিতে নিয়মিত বৈধভাবে বসবাসরত প্রায় কয়েক লাখ বাংলাদেশির গত বছর ২০২৩ সালে তাদের ভিসার মেয়াদ শেষ হলেও অজানা কারণে তাদের ভিসা নবায়ন করছে না দেশটির সরকার।

ইএইচ

Link copied!