Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মালয়েশিয়া প্রবাসীদের মাতাতে মুক্তি পাচ্ছে ‘তুফান’

আশরাফুল মামুন, মালয়েশিয়া

আশরাফুল মামুন, মালয়েশিয়া

আগস্ট ১, ২০২৪, ০৮:১১ পিএম


মালয়েশিয়া প্রবাসীদের মাতাতে মুক্তি পাচ্ছে ‘তুফান’

বাংলাদেশের বহুল আলোচিত ছবি রায়হান রাফি পরিচালিত সাকিব খান ও কলকাতা জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী অভিনীত তুফান চলচ্চিত্রটি কর্মক্লান্ত প্রবাসীদের মাতাতে মালয়েশিয়ার হলগুলোতে মুক্তি দেওয়া হচ্ছে।

এ খবরে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা বেশ উচ্ছ্বসিত।

বুধবার সন্ধ্যায় বুকিত বিনতাংর ভিআইপি পিঠাঘরে আয়োজক প্রতিষ্ঠান হ্যাপি ট্রিপ ট্রাভেল এন্ড ট্যুরস, ভিআইপি পিঠাঘর, জেটিজির যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

তারা বলেন, প্রবাসী দর্শকদের আগ্রহের কারণে ২ আগস্ট মুভিটি মুক্তি দেওয়ার কথা থাকলেও মালয়েশিয়ান ভাষায় সাব টাইটেল থাকা বাধ্যতামূলক হওয়ায় সাব টাইটেল এডিটের কাজ চলছে। আগামী সপ্তাহে মালয়েশিয়ার সব হলে ছবিটি মুক্তি দেওয়া হবে।

বাংলাদেশে ছবিটি নিয়ে ব্যাপক আলোচিত হওয়ায় ইতোমধ্যে মালয়েশিয়া প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। দেশটিতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির হাই ডেফিনেশন সাউন্ড ইঞ্জিনিয়ারিং এবং উন্নত প্রযুক্তির স্কিনের সিনেমা হল।

কুয়ালালামপুরের টিজিভি কেএলসিসি, লালাপট, কেলাং, সিটি স্কয়ার জোহরবারু, ইপু, বিএম পেনাং, পেনাং সিটি, মালাক্কা, মোয়ার ও সেরেম্বান প্রেক্ষাগৃহে মাসব্যাপী চলবে ‘তুফান’ বলে জানিয়েছেন আয়োজকেরা।

মালয়েশিয়ার হ্যাপি ট্রিপ ট্রাভেল এন্ড ট্যুরস পরিচালক এসএম মোয়াজ্জেম হোসেন নিপু জানান, মালয়েশিয়ায় আগেও আমরা সাকিব খানের প্রিয়তমা ছবি চালিয়েছি। হলগুলি দর্শকে ভরপুর। দর্শকরা সাকিব খানকে ভালোবাসে। সাকিবিয়ান ভক্তরা আশা করি তুফান মুভি দেখবে।

জেটিজির পরিচালক মো. রাসেল জানান, মেগাস্টার শাকিব খানকে একেবারে নতুনভাবে আবিষ্কার করবেন দর্শকরা তুফানে। তুফানের প্রতিটি গান এখন মালয়েশিয়া প্রবাসীদের মুখে মুখে। তুফান দর্শকরা শুধু দেখবেনই না, উপভোগ করবেন, আনন্দ করবেন এবং গানের সাথে হয়তো নাচবেনও।

রেস্টুরেন্ট ভিআইপি পিঠাঘরের কর্ণধার মো. ইসমাঈল জানান, প্রবাসীদের বিনোদনের জন্যই মূলত এই আয়োজন। আশা করি প্রবাসী দর্শকরা এই মুভিটি দেখবে।

ইএইচ

Link copied!