Amar Sangbad
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫,

দেশ গঠনে ফিরছেন সরকারের রোষানলে নির্বাসিত ড. ফয়জুল হক

আশরাফুল মামুন, মালয়েশিয়া

আশরাফুল মামুন, মালয়েশিয়া

আগস্ট ৭, ২০২৪, ০৭:০৩ পিএম


দেশ গঠনে ফিরছেন সরকারের রোষানলে নির্বাসিত  ড. ফয়জুল হক

শুক্রবার সকাল ৮ঘটিকায় বিমানযোগে ঢাকা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করবেন রাজনীতিবীদ ড. ফয়জুল হক। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, শেখ হাসিনার পতনের জন্য বিদেশে থেকে অনলাইনে, বিভিন্ন সভা, সেমিনার ও বিদেশী রাষ্ট্রের কাছে বক্তব্য পেশ করে লড়াই করে গিয়েছেন তিনি। ২০১৮ সালের পর থেকে তিনি বাংলাদেশে আসতে পারেন নি। 

এমনকি তাকে একবার সিঙ্গাপুরে বাংলাদেশ সরকারের নির্দেশে ২০ ঘণ্টার জন্য এয়ারপোর্টে জিম্মি রেখে ফেরত পাঠানো হয় মালয়েশিয়াতে।আরেকবার তাকে কম্বোডিয়াতে গুম করার প্রচেষ্টা চালানো হয়। সর্বশেষ তাকে মালয়েশিয়াতে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বার বার রিপোর্ট করা হয় গ্রেফতার করার জন্য। বিভিন্নভাবে হেনস্থার শিকার হন তিনি।

ড. ফয়জুল হক তরুণ নেতৃত্ব তৈরিতে সব সময় ভূমিকা পালন করেছেন। ছাত্র জীবনে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট সোসাইটির ভিপি এবং প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ছিলেন। মালয়েশিয়ার বাংলাদেশী স্টুডেন্টদের সংগঠন বিএসইউএম এর সভাপতি ছিলেন তিনি। বাংলাদেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়াশুনা অবস্থায় তিনি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর কর্ণফুলি রেজিমেন্টের বিএনসিসির ক্যাডেট এ্যাডজুটেন্ট এবং সমগ্র বাংলাদেশের ক্যাডেট কোয়ার্টার মাষ্টার ছিলেন। 

বর্তমানে তিনি ড. ফয়জুল হক ফাউন্ডেশন ও কায়েদ ফাউন্ডেশনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। পরিবারসহ দীর্ঘদিন দেশের বাহিরে থেকে দেশের জন্য লড়াই চালানো এই ড. ফয়জুল হক এখন আবার দেশ সেবায় এগিয়ে যেতে চান। বাংলাদেশে শেখ হাসিনার পতনের জন্য তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তিনি ধন্যবাদ জানান প্রিয় বাংলাদেশের শিক্ষার্থী, বিদেশের রেমিট্যান্সযোদ্ধা, দেশের মা বোনদের প্রতি। 

বাংলাদেশকে নতুন করে স্বাধীনতা উপহার দেওয়ায় তিনি সকল শহীদদেরকে স্বরন করেন। যারা ২০১৩ সালের পরে ফাঁসিতে মৃত্যু হওয়া এবং বর্তমানে শেখ হাসিনার হাতে হত্যা হওয়া সকল শহীদদেরকে। ড. ফয়জুল হক মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পিএইচডি ও পোস্ট ডক্টরাল ফেলো সম্পন্ন করেন। দলমত নির্বিশেষে সকল যুবক তরুণদের অনুপ্রেরণার বাতিঘর হচ্ছেন এই ড. ফয়জুল হক। ইতোমধ্যে জানা গিয়েছে ঢাকা এয়ারপোর্টে শুক্রবার হাজারো জনতা ভীর করবেন ড. ফয়জুল হক কে রিসিভ করতে।

আরএস

Link copied!