Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালন করেছে মালয়েশিয়া যুবদল

আশরাফুল মামুন, মালয়েশিয়া

আশরাফুল মামুন, মালয়েশিয়া

আগস্ট ১৫, ২০২৪, ০৬:৩১ পিএম


খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালন করেছে মালয়েশিয়া যুবদল

সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে মালয়েশিয়া যুবদল।

বুধবার রাত সাড়ে ১১টার সময় রাজধানী কুয়ালালামপুর বুকিতবিনতাং এর পিঠাঘরে এ সভা অনুষ্ঠিত হয়।  

আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্বে করেন মালয়েশিয়া যুবদলের সহ-সভাপতি মো. মঞ্জু খা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি মো. তালহা মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া যুবদলের মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মিরাজ মাঝি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যুবদলের দপ্তর সম্পাদক বাদল কারার, ইসমাইল আকন্দ, বাবু সরকার, মো. সাইফুল ইসলাম, কুয়ালালামপুর মহানগর যুবদলের গোলাম রাব্বানী, মিরাজ মাঝি, মহসিন পাটোয়ারী, মো. সালাউদ্দিন, কাজী এহসান উল্লাহ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জোহর বারু প্রদেশের যুবদল সভাপতি কেএ সবুজ, সাংগঠনিক সম্পাদক ইসাহাক মিয়া, সিমুনিয়া শাখা যুবদলের সভাপতি খালিদ হাসান রিপন, সাধারণ সম্পাদক শেখ সেলিম, সেরডাং যুবদল সভাপতি- নাজমুল হাসানসহ দলীয় নেতাকর্মী ও প্রবাসীরা।  

আলোচনা সভা শেষে কেক কেটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উদযাপন করা হয়।

ইএইচ

Link copied!