Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪,

মালয়েশিয়ায় প্রবাসীদের পাসপোর্ট ভোগান্তির কঠোর সমালোচনা করল ইসলামী আন্দোলন বাংলাদেশ

আশরাফুল মামুন, মালয়েশিয়া

আশরাফুল মামুন, মালয়েশিয়া

নভেম্বর ৩, ২০২৪, ০৭:২৭ পিএম


মালয়েশিয়ায় প্রবাসীদের পাসপোর্ট ভোগান্তির কঠোর সমালোচনা করল ইসলামী আন্দোলন বাংলাদেশ

মালয়েশিয়ায় হঠাৎ করে এমআরপি পাসপোর্ট বন্ধ এবং নির্ধারিত সময়ে ই- পাসপোর্ট না পাওয়ায় প্রবাসীদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাসের কঠোর সমালোচনা করেছেন মালয়েশিয়াস্থ ইসলামি আন্দোলন বাংলাদেশ। অনতিবিলম্বে ভোগান্তি নিরসনের দাবি জানিয়ে কঠোর হুশিয়ারীও দিয়েছেন তারা। গতকাল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিতবিনতাং এ একটি হোটেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখা কর্তৃক আয়োজিত এক তৃণমূল প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন বক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি সংখ্যানুপাতিক পদ্ধতির নানান কার্যকরী দিক তুলে ধরে তিনি বলেন, বিএনপি ছাড়া বাকি সকল নিবন্ধিত রাজনৈতিক দল এই পদ্ধতিতে একমত হয়েছেন। এই সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিটি ভোটের মূল্যায়ন হবে এবং সকল দলই তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে নিজেদের সেরা প্রতিনিধিদের সংসদের পাঠাবে। এতে করে প্রতিটি দলের প্রতিনিধিরাই তাদের সর্বোচ্চ সেরাটা দিয়ে জনগণের কল্যাণে কাজ করবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার সভাপতি মুফতি আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  গাজী আবু হোরায়রা এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের। এই সম্মেলনে আরো বক্তব্য রাখেন মাহাসা ইউনিভার্সিটি এর সাবেক ভিপি বশির ইবনে জাফর, মালয়েশিয়া শাখার সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক মুজাহিদুর রহমান মাসুম, সুবাং শাখা সভাপতি মাওলানা আব্দুর রহিম ও হাফেজ মাওলানা মাসুদ আশ্রাফি প্রমুখ। এছাড়াও কুয়ালালামপুর ও পার্শ্ববর্তী শহরগুলোর শাখা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় দলের নেতৃবৃন্দরা কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাদের কঠোর সমালোচনা করে বলেন,  হাই কমিশন কর্তৃক প্রবাসীদের প্রতি বৈষম্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, কাগজের সংকট, ফয়েল পেপার এবং নানাবিধ কাল্পনিক বানোয়াট, উদ্ভট সংকট দেখিয়ে এমআরপি পাসপোর্ট বিতরণ হঠাৎ করে বন্ধ করে দেয়ায় চরম বিপাকে পড়েছে প্রবাসী বাংলাদেশিরা। অসংখ্য প্রবাসী শ্রমিকদের ভিসা শেষ হয়ে গেছে পাসপোর্টের অপেক্ষায়। ভিসাহীন এহেন মানবেতর জীবনযাপনের দায়ভার অবশ্যই হাইকমিশনকে নিতে হবে বলে জোরালো বক্তব্য দেন নেতারা।  এসময় দলের সভাপতি মুফতি আমিরুল ইসলাম সহ অন্যন্যা নেতারা বলেন, সর্বপ্রথমে অল্প টাকায় এবং স্বল্প সময়ে প্রবাসীরা পাসপোর্ট হাতে পেত।  এখন সেই খরচ কয়েকগুণ বাড়িয়েও এমআরপি এবং ই -পাসপোর্টের জন্য প্রবাসীরা ৬ থেকে ৮ মাস  অপেক্ষা করতে হচ্ছে।  মালয়েশিয়ার সরকার মাত্র ২ ঘণ্টায় পাসপোর্ট হাতে তুলে দেয়।  এগুলো কি আপনারা  দেখেন  না? মালয়েশিয়ার মাঝে সবচেয়ে ব্যর্থ হল বাংলাদেশ হাইকমিশন।  প্রবাসীদের জন্য তারা কোনো কাজই করছে না।  এজন্য এদেশে সবচেয়ে দুর্ভাগ্য কপাল পোড়া বাংলাদেশি প্রবাসী আমরা।

তারা হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, মনে রাখবেন!  স্বৈরাচারী বিদায় হয়েছে কিন্তু আমাদের আন্দোলন শেষ হয়নি। বর্তমান সরকার রিজার্ভে হাত না দিয়েই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দিয়েই প্রথম দফায় ঋণ শোধ করলেন। কই পাইলেন এই অর্থ আপনারা কি জানেন না?  আমরা প্রবাসীরা যদি আন্দোলনে পথে নামি আর রেমিট্যান্স বন্ধ করে দেই তাহলে আপনারাও পথে বসবেন।  তাই যত দ্রুত সম্ভব অনতিবিলম্বে প্রবাসীদের সমস্যা সমাধান করুন।

আরএস

Link copied!