Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫,

ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

ডিসেম্বর ৩০, ২০২৪, ০৩:০৫ পিএম


ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহতের সংবাদ পাওয়া গেছে।

নিহত ওই যুবকের নাম জসিম আহমেদ ইমন (৩৫)। সে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বেলনা গ্রামের জাহাঙ্গীর মোড়লের পুত্র।

পরিবার সূত্রে জানা গেছে, জসিম আহমেদ ইমন জীবিকার তাগিদে দীর্ঘ প্রায় একযুগ ধরে প্রবাসে অবস্থান করছেন। তিনি সেখানে গাড়ি চালানোর কাজ করতেন। রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে ওমানের সালাসাহ সানুথ রোডে প্রাইভেট কার চালানোর সময় কুয়াশার জন গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের স্থাপনায় ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মৃত্যুর সংবাদে বেলনার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।

ওমানে প্রাতিষ্ঠানিক কার্যক্রম শেষ তার লাশ দেশে আনা হবে। মৃত্যুকালে সে বাবা-মা, দুই বোন, এক ভাই, স্ত্রী ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ইএইচ

Link copied!