আশরাফুল মামুন, মালয়েশিয়া
জানুয়ারি ৯, ২০২৫, ০৭:০১ পিএম
আশরাফুল মামুন, মালয়েশিয়া
জানুয়ারি ৯, ২০২৫, ০৭:০১ পিএম
বিগত ১৫ বছরে বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতাকে জাদুঘরে পাঠানো হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।
বুধবার সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ে বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার মালয়েশিয়া আগমন উপলক্ষ্যে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেছেন।
এ সময় প্রধান অতিথি বলেন, ‘৫ আগস্ট পট পরিবর্তনে প্রবাসীদের দারুণ ভূমিকা রয়েছে। মুখে মুখে নয়, প্রবাসীদের পাসপোর্টসহ অন্যান্য সেবাপ্রাপ্তি সহজ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
আইয়ুব ভুঁইয়া বলেন, গেল ১৫ বছরে সাংবাদিকতাকে জাদুঘরে পাঠানো হয়েছিল। সেই পরিস্থিতি থেকে দেশ এবং প্রবাসের সকল সাংবাদিকদের বেরিয়ে আসার আহ্বান জানাই আমি।
সাংবাদিকদের ব্যাংকে কোটি টাকা পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সাংবাদিক পরিচয় দিয়ে যারা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তাদের অবস্থান এখন কাশিমপুর কারাগারে।’
বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সভাপতি মোস্তফা ইমরান রাজুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, কমিউনিটি নেতা মোহাম্মদ মোশারফ হোসেন, তালহা মাহমুদ, মির্জা সালাউদ্দিন, অধ্যাপক আব্দুর রহমান, কমিউনিটি প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম রতন, সহ-সভাপতি রফিক আহমদ খান, সাবেক প্রচার সম্পাদক খন্দকার মোস্তাক আহমেদ রয়েল, সাংবাদিক আশরাফুল মামুন, ছাত্র প্রতিনিধি বশির ইবনে জাফর।
কমিউনিটি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাসের শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া আলোচনা সভায় বক্তব্য দেন, ব্যবসায়ী মো. জাবেদ ও আইটিভির পরিচালক মইনুল ইসলাম তুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কমিউনিটি নেতা কাজী সালাউদ্দিন, নুরে সিদ্দীকী সুমন, মোহাম্মদ আরিফ, আসাদুজ্জামান খান মাসুমসহ অনেকে।
ইএইচ