Amar Sangbad
ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪,

যদি তুমি জানতে

নভেম্বর ১৮, ২০১৬, ০৫:৪৫ এএম


যদি তুমি জানতে

আজ সারাদেশে মুক্তি পাচ্ছে নতুন ছবি ‘যদি তুমি জানতে’। এস.এম শাকিলের কাহিনী ও চিত্রনাট্য চলচ্চিত্রটি পরিচালনা করেছেন যুগল নির্মাতা নদী-ফিরোজ। এর আগে ছবিটি দেশের বাইরে প্রদর্শিত হয়েছে। পরিচালকদ্বয় জানিয়েছেন, ভালোবাসার গল্প নিয়ে অসংখ্য ছবি নির্মিত হয়েছে, আগামীতেও হবে। আবার সব ভালোবাসার গল্পেই ভিন্নতা থাকে। আমরা চেষ্টা করেছি একেবারেই ভিন্ন ধরনের গল্প নিয়ে দর্শকদের সামনে উপস্থিত হতে। আর আমাদের এ ছবির গল্পটা নবজাতক শিশুকে নিয়ে। দেখা যাবে একজন শিশুকে গির্জার সামনে রেখে পালিয়ে যায় কেউ। গির্জার লোকজন তাকে বড় করেন। সেখানেই বেড়ে ওঠে শিশুটি। একসময় গির্জার একটি মেয়ের সঙ্গে তার প্রেম হয়। কিন্তু বাধ সাধে সমাজ, তার দুটি কারণ আছে। এর মধ্যে একটি এই ছেলেটি কোন ধর্মের তা কেউ জানে না, আবার ছোটবেলায় ছেলেটি এই মেয়ের মায়ের বুকের দুধ পান করে বেড়ে উঠেছে। এভাবেই এগিয়ে যায় গল্প। চলচ্চিত্রটিতে তানিয়া-কিটু ছাড়াও অভিনয় করেছেন- আশরাফ কিটু, তানিয়া বৃষ্টি, শাহেদ শরীফ খান, রাইসুল ইসলাম আসাদ, মুনিরা মিঠু ও রাখি প্রমুখ। এতে গান রয়েছে মোট চারটি। কণ্ঠ দিয়েছেন এহসান রাহি, কনা ও আঁখি আলমগীর। চিত্রগ্রহণ হৃদয় সরকার, নৃত্য পরিচালনায় হাবিব, সায়মন তারিক এবং নদী তারিক।