Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪,

নাচের পরী তান্না

প্রিন্ট সংস্করণ॥বিনোদন প্রতিবেদক

এপ্রিল ১০, ২০১৮, ০৫:৪৯ এএম


নাচের পরী তান্না

নাচের বাইরে নিজেকে ভাবতে পারেন না ফারহানা খান তান্না। প্রয়াত গুণী চলচ্চিত্র পরিচালক এহতেশামের কাছ থেকে বড়পর্দায় কাজের প্রস্তাব পেয়েও সবিনয়ে তা ফিরিয়ে দিয়েছেন। নাচই তান্নার ভালোলাগা ও ভালোবাসা। মাত্র পাঁচ বছর বয়সে নাচে তান্নার যাত্রা শুরু হয় মা সেলিনা হকের কাছে। তবে তার নৃত্যগুরু প্রয়াত রাহিজা খানম ঝুনু। বিটিভির ‘নৃত্যের তালে তালে’ অনুষ্ঠানেই সবচেয়ে বেশি একক নৃত্য পরিবেশন করেছেন তান্না। এছাড়া ভারত, নেপাল, জাপান, দুবাই, বাহরাইন, ল-ন, রাশিয়া, কোরিয়াসহ আরো বিভিন্ন দেশে নানা উৎসবে নৃত্য পরিবেশন করেছেন এই নাচের পরী। তার করা আলোচিত নৃত্যনাট্য হচ্ছে ‘উত্তরণের দেশে’। বায়ান্নর ভাষা আন্দোলন নিয়ে এই নৃত্যনাট্য’র প্রধান চরিত্র ‘উত্তরণ’ ছিলেন তিনি। এছাড়া বিভিন্ন সময়ে তান্না ‘হাজার তারের বীণা’, ‘সূর্যমুখী নদী’, ‘মায়ার খেলা’, ‘শ্যামা’সহ আরো বেশকিছু নৃত্যনাট্যে নিয়মিত পারফর্ম করেন। ছোটবেলা থেকেই সাদিয়া ইসলাম মৌ, ফারহানা চৌধুরী বেবী এবং তান্না একসঙ্গে নাচ করেন। তান্না বলেন, ‘সত্যি বলতে কী, বংশ পরম্পরায়ই আমার নৃত্যশিল্পী হিসেবে গড়ে ওঠা। আমি গর্ববোধ করি আমি সেলিনা হকের মেয়ে, আমার মামা আমির হোসেন বাবু এবং আমার খালা ডলি ইকবাল। বিভিন্ন সময়ে অনেক চলচ্চিত্র, নাটক এবং বিজ্ঞাপনে কাজ করার প্রস্তাব পেয়েছি। কিন্তু আমি নিজেকে একজন নৃত্যশিল্পী হিসেবেই গড়ে তুলতে চেয়েছি। নৃত্যশিল্পী পরিচয় দিতে আমি সবসময়ই গর্ববোধ করি। যদিও নাচের দর্শক এদেশে খুব সীমিত। কিন্তু এই সীমিত দর্শকের মধ্যেও আমার যে পরিচিতি আছে, তাতেই আশি বেশ খুশি।’ উল্লেখ্য, তান্নার স্বামী আগুন এদেশের নন্দিত একজন সঙ্গীতশিল্পী। তার দুই ছেলে মশাল ও মিছিল। তান্নার বাবা ইমাউল হক।