Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪,

‘রূপ নিয়ে অহংকার কোরো না মাসি, ৯০ এর সেরা রসগোল্লাও আজ বাসি’

বিনোদন ডেস্ক

জুন ১৫, ২০২১, ০৪:৩০ এএম


‘রূপ নিয়ে অহংকার কোরো না মাসি, ৯০ এর সেরা রসগোল্লাও আজ বাসি’

‘রক্তে লেখা’ সিনেমার ‘কলকাতার রসগোল্লা’ গানের জন্য রাতারাতি তুমুল জনপ্রিয়তা লাভ করেন টলিউড অভিনেত্রী দেবশ্রী রায়। সেই গান এখনও মনে থেকে গিয়েছে দর্শকের। অথচ বর্তমানে নেটমাধ্যমে সেই গানের প্রসঙ্গ টেনেই কটাক্ষ করা হল অভিনেত্রী দেবশ্রী রায়কে। বাসি রসগোল্লার সঙ্গে তুলনাও করা হয় অভিনেত্রীর।

জনৈক নেটাগরিক নেটমাধ্যমে একটি মিম দেন, যেখানে দেবশ্রীর জনপ্রিয় ‘কলকাতার রসগোল্লা’-র একটি নাচের ছবির সঙ্গে বর্তমান একটি ছবির তুলনা করেন তিনি।

ছবির ওপরে লেখেন, ‘রূপ নিয়ে অহংকার কোরো না মাসি, ৯০ এর সেরা রসগোল্লাও আজ বাসি।’

মিমটিতে মন্তব্য করতে এসে অধিকাংশ নেটাগরিকই দেবশ্রীর হয়ে কথা বলেছেন। তাঁদের মধ্যে কেউ বলেছেন, ‘একজন সম্মানিত অভিনেত্রীকে এ ভাবে অপমান করা উচিত হয়নি', আবার কেউ কেউ বলেছেন উনি এখনও সুন্দর। একজন নেটাগরিক তো এই প্রশ্নও করেছেন, 'উনি রূপের অহংকারটা করলেন কখন?’

সুত্র-আনন্দবাজারপত্রিকা

আমারসংবাদ/এডি