Amar Sangbad
ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫,

ইলিয়াসের বিরুদ্ধে নতুন অভিযোগ সুবাহর

বিনোদন ডেস্ক

ফেব্রুয়ারি ২, ২০২২, ০৮:২০ এএম


ইলিয়াসের বিরুদ্ধে নতুন অভিযোগ সুবাহর

শুরু না হতেই শেষ। এখন এমনই পরিনতি গায়ক ইলিয়াস ও মডেল-অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার সম্পর্কের। বিয়ের একমাস যেতে না যেতেই ভাঙনের সুর বাজতে থাকে এই দম্পতির সংসারে। সেই সাথে চলে একে অপরের দিকে কাঁদা ছোঁড়াছুঁড়ি।

গত ১ ডিসেম্বর পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবন্ধ হন তারা। কিন্তু এই দাম্পত্যের দ্বন্দ্ব এখন চরম পর্যায়ে।

এমনকি ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে ইলিয়াসের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সুবাহ। গেল ১১ জানুয়ারি রাতে বনানী থানায় মামলাটি দায়ের করেন তিনি।

সুবাহর অভিযোগ,"আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে আসামি সামাজিক যোগাযোগমাধ্যম ও হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠায়। বাদীর সামাজিক মর্যাদাহানির লক্ষ্যে ভীতি প্রদর্শনসহ ডিজিটাল মাধ্যমে আক্রমণাত্মক ও মানহানিকর বক্তব্য প্রকাশ ও প্রচার করে।"  

এ মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব এজহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।

এর আগে গেল ৩ জানুয়ারি রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাজধানীর বনানী থানায় ইলিয়াসের বিরুদ্ধে মামলা দায়ের করেন সুবাহ। সেখানে তিনি যৌতুক চেয়ে মারধরের অভিযোগ করেছেন। মামলাটির তদন্ত কাজ চলছে।

কিন্তু সুবাহর নতুন অভিযোগ মামলা উঠিয়ে মীমাংসার জন্য চাপ দেওয়া হচ্ছে তাকে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে ফেসবুক স্ট্যাটাসে সুবাহ জানিয়েছেন, 'মামলা উঠিয়ে মীমাংসার জন্য চাপ দেওয়া হচ্ছে আমাকে!' 

[embed]<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FsubahHumyra%2Fposts%2F3118445071731894&show_text=true&width=500" width="500" height="150" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>[/embed]

সেই স্ট্যাটাসে তিনি কারও নাম উল্লেখ না করলেও, স্ট্যাটাসটি যে গায়ক ইলিয়াসকে লক্ষ্য করেই দেওয়া সেটি স্পষ্ট। এমনকি সুবাহর সেই পোস্টে নেটাগরিকদের মন্তব্যেও ইলিয়াসের বিষয় উঠে এসেছে।

আমারসংবাদ/এডি