Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

জায়েদ ভালো ছেলে, ওকে অনেক স্নেহ করি: মৌসুমী  

মো. মাসুম বিল্লাহ

জুন ১৩, ২০২২, ০২:০০ পিএম


জায়েদ ভালো ছেলে, ওকে অনেক স্নেহ করি: মৌসুমী  

অভিনেত্রী আরিফা পারভীন জামান মৌসুমী বলেছেন, চিত্রনায়ক জায়েদ খান ভালো ছেলে, আমি তাকে অনেক স্নেহ করি।  

জায়েদ খানের সঙ্গে ওমর সানীর বাদানুবাদ নিয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন জনপ্রিয় এ অভিনেত্রী। 

এর আগে রোববার জায়েদ খানের বিরুদ্ধে সুখের সংসার ভাঙার চেষ্টার অভিযোগ এনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি বরাবর অভিযোগ করেছিলেন চিত্রনায়ক ওমর সানী।

মৌসুমী বলেন, আমি জায়েদকে অনেক স্নেহ করি। ও আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের রিলেশন, খুবই ভালো একটা রিলেশন। সে কিন্তু আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই উঠে না। ওর মধ্যে আমি এ ধরনের মন মানসিকতা আমি দেখিনি। 

‘তারপরও বলব ও অনেক ভালো ছেলে। সে কখনও আমাকে অসম্মান করেনি’, যোগ করেন এ অভিনেত্রী।

Link copied!