Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শাবনূরের নাম ব্যবহার করে ফেসবুকে প্রতারণা

মো. মাসুম বিল্লাহ

জুন ৩০, ২০২২, ০১:৫৯ পিএম


শাবনূরের নাম ব্যবহার করে ফেসবুকে প্রতারণা

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরের নাম ব্যবহার করে ফেসবুকে কে বা কারা বন্যার্তদের সাহায্যের নামে টাকা তুলছে। অথচ এমন কোনো নিদের্শনা বা কার্যক্রমের সঙ্গে জড়িত নন এই চিত্রনায়িকা। বিষয়টি নজরে আসার পর ভক্ত-অনুরাগীদের সতর্ক করে যেসব প্রতারক এমনটি করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুশিয়ারি তিনি।

তিনি তার ফেসবুক আইডিতে লেখেন, ‘আমার নাম এবং আমার ছবি ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি ফেসবুকে আইডি খুলে মানুষের কাছে ত্রাণের নামে টাকা চাচ্ছে! আপনারা সবাই এমন প্রতারক হতে সাবধান থাকবেন! আমি এর আগেও বহুবার বিভিন্ন জায়গায় বলেছি যে, আপনারা আমার নামে ফেক আইডি খুলে এভাবে মানুষের সঙ্গে প্রতারণা করবেন না, যাতে করে আমার ইমেজ ক্ষতিগ্রস্ত হয়! আমি কখনই চাই না, আমার কারণে কারও ক্ষতি হোক! কিন্তু আমি বারবার নিষেধ করার পরও যারা প্রতিনিয়ত এভাবে আমার নামে ফেক আইডি খুলে মানুষকে ঠকিয়ে যাচ্ছে, আমি তাদের নামে আইনের আশ্রয় নিতে বাধ্য হব! আপনারা সবাই এমন অসৎ ব্যক্তি হতে সাবধান থাকবেন!’

ছবি আর নাম থাকলেই সেই পেজ বা অ্যাকাউন্টকে তার ভাবতে নিষেধ করেছেন শাবনূর।

ভক্ত-অনুরাগীদের এই অভিনেত্রী বলেছেন, ‘ভক্তদের কারণেই আজ আমি শাবনূর। আপনারা ভালো থাকলেই আমি ভালো থাকব। আপনাদের ভালোবাসার তীব্রতা আমাকে আজও আলোচনায় রেখেছে। আমি সবার কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু এই ভালোবাসার ঘরে যেন ঘুণপোকা আক্রমণ না করে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।’

আমারসংবাদ/এবি
 

Link copied!