Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

‘প্লিজ, আমাকে ক্ষমা করে দিন’

বিনোদন ডেস্ক

জুলাই ১, ২০২২, ০৫:০৪ পিএম


‘প্লিজ, আমাকে ক্ষমা করে দিন’

নেট দুনিয়ায় নানা কারণে  আলোচনা সমালোচনার তুঙ্গে ছিল ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা । তবে বেশ কিছু দিন থেকে হাসপাতালের বেডে দিন কাটছে  তার । আজ নিজের স্টোরিতে ক্ষমা চেয়ে পোস্ট দিয়ে নজর কেড়েছেন ভক্তদের ।

প্রভা লিখেছেন, ‘জীবন খুবই অনিশ্চিত। যে কারোর সঙ্গে যেকোনো কিছু ঘটে যেতে পারে । এ মুহূর্তে আমার যেটি মনে হচ্ছে, যদি আমার কিছু হয়ে যায়…। যদি আমি কাউকে জেনে-বুঝে কিংবা অজান্তে কষ্ট দিয়ে থাকি, কারও অনুভূতিতে আঘাত করে থাকি, তার জন্য দুঃখ প্রকাশ করছি।

তিনি আরও লেখেন, ‘আমি ক্ষমা চাইছি। প্লিজ, আমার অপরাধ ক্ষমা করে দিন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের মঙ্গল করুন।’

‘কাউন্টডাউন’ নামের একটি ধারাবাহিক নাটকে সর্বশেষ  অভিনয় করছেন প্রভা। সকাল আহমেদের পরিচালনায় নাটকটির প্রচার শুরু হয়েছে গত ৩১ মে। এতে প্রভার সঙ্গে  তৌসিফ মাহবুব, সজল, অর্ষা, উর্মিলা, মিশু সাব্বির, আরফান আহমেদসহ অনেকেই আছেন।

আরইউ

Link copied!