Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

ঈদ নাটক সোজা আঙ্গুলে ঘি উঠে না 

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

জুলাই ১৬, ২০২২, ০৮:১৩ পিএম


ঈদ নাটক সোজা আঙ্গুলে ঘি উঠে না 

সোজা আঙুলে ঘি ওঠে না, কথাটি হরহামেশাই বলে থাকে সবাই, হে দর্শক, এমনি কিছু হতে চলছে আজ সন্ধ্যা ৭ টায় RTV র পর্দায়।

সোজা আঙুলে ঘি ওঠেনা কথাটি প্রবাদে থাকলেও এবার তা নাটক রুপে পর্দায় দেখবে দর্শক।  ঈদ অনুষ্ঠান মালায় ঈদের ৭ম দিন, অর্থাৎ আজ সন্ধ্যা ৭ টায় প্রচার হয়েছে।

শৌর্য দীপ্ত সূর্যের রচনায় নাটকটিতে অভিনয় করেছেন,জনপ্রিয় অভিনেতা জাহিদ হাছান, অহনা, হান্নান শেলী, আহসান কবির, হানিফ খান সহ আরও অনেকে।

নাটকটি পরিচালনা ও প্রযোজনা করেছেন শাখাওয়াত হোসেন শওকত। পরিচালক শাখাওয়াত হোসেন শওকত বলেন, এটি একটি ব্যাতিক্রমি গল্প, আর জাহিদ হাছান ভাই তো অসাধারণ অভিনয় করেন, তিনি তার চরিত্রটি সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন, আশা করছি একই রকম গল্পের বাইরে দর্শক ভালো কিছু দেখতে পাবে।

কেএস 

Link copied!