জুলাই ২০, ২০২২, ০৪:৪৮ পিএম
তৃতীয় বারের জন্য মা হতে চলেছেন বলিউড তারকা কারিনা কাপুর খান।গত কয়েক দিন ধরে এমন গুঞ্জনে অস্থির নেট পাড়ায়।এবার সেই গুঞ্জনের জবাব দিলেন নিজেই।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, একটি ছবি সামাজিক পাতায় ছড়িয়ে পড়ে, যেটি দেখে নেটিজেনরা বিশ্বাস করেন যে কারিনা অন্তঃসত্ত্বা। সেই অবকাশযাপনের ছবি ভাইরাল হয়। গুঞ্জন, ছবিতে কারিনার বেবি বাম্প দেখা যাচ্ছে।
সত্যিই কি মা হতে চলেছেন কারিনা? গতকাল মধ্যরাতে ইনস্টাগ্রাম স্টোরিতে কারিনা লিখেছেন, ‘পাস্তা আর ওয়াইন খাওয়ায় আমাকে ও রকম দেখাচ্ছিল। আপনারা শান্ত হোন। আমি অন্তঃসত্ত্বা নই। উফ। সাইফ বলেছে, আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধিতে এমনিতেই ও অনেক অবদান রেখেছে।’
কারিনা যে মা হচ্ছেন না, তা নিশ্চিত। এ নায়িকা খুব শিগগিরই পা রাখতে চলেছেন ওটিটি প্ল্যাটফর্মে। এ ছাড়া আগস্টে মুক্তি পাচ্ছে তাঁর ‘লাল সিং চাড্ডা’ সিনেমা। এতে তাঁর নায়ক সুপারস্টার আমির খান।
২০১২ সালে ১৬ অক্টোবর বিয়ে করেন সাইফ আলি খান ও কারিনা কাপুর। ২০১৬ সালে বড় ছেলে তৈমুর খানের জন্ম। ২০২১ সালে তাঁদের জীবনে আসে কনিষ্ঠ পুত্র জেহ।
আরইউ