জুলাই ২১, ২০২২, ০৪:১৪ পিএম
বলিউডের শক্তিমান অভিনেতা সুনীল শেঠি। বহুদিন ধরেই তিনি দর্শক মাতিয়ে রেখেছেন বৈচিত্রময় অভিনয় দিয়ে। তিনি এখন আর খুব একটা নিয়মিত নন। তার কন্যা আথিয়া শেঠি এখন অভিনেত্রী।
সম্প্রতি জানা গেল, আথিয়া প্রেম করছেন। বিয়ের সিদ্ধান্তও নিয়েছেন তিনি। আগামী বছরেই মালা বদল করবেন তিনি।
পাত্র ক্রিকেটার কে এল রাহুল। তার সঙ্গে জমেছে আথিয়ার সম্পর্ক। এ জুটি গত তিন বছর ধরে প্রেম করছেন। দুজনের পরিবারই এই সম্পর্ক মেনে নিয়েছেন। তাদের আশির্বাদ নিয়েই হবে বিয়ে।
ই-টাইমস থেকে জানা যায়, এ জুটির বিয়ে ২০২৩ সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে হবে। তারিখ ও বিয়ের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।
এর আগে শোনা যাচ্ছিলো তিন মাসের মধ্যে তাদের বিয়ে হবে। এমন খবরে আথিয়া নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করে তাতে লিখেন, ‘আমি আশা করি আমি এই বিয়েতে আমন্ত্রিত হয়েছি যা তিন মাসের মধ্যে হতে চলেছে, হাহা।’
বিয়ের পর আথিয়া এবং রাহুল মুম্বাইয়ের প্লাশের সান্ধু প্যালেস নামে একটি বিল্ডিংয়ে থাকবেন বলে জানা যায়। তবে তার নির্মাণকাজ এখনও পুরোপুরি শেষ হয়নি।
আথিয়া ২০১৫ সালে ‘হিরো’ দিয়ে বলিউডে অভিষিক্ত হন। এরপর অনেক সিনেমায় কাজ করছেন তিনি। সম্প্রতি অভিনেত্রী নতুন একটি সিনেমা এবং একটি ওয়েব শোতে চুক্তিবদ্ধ হয়েছেন।