Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বিয়ে করছেন আমির খানের মেয়ে

সাহিদুল ইসলাম ভূঁইয়া

জুলাই ২১, ২০২২, ০৪:২৪ পিএম


বিয়ে করছেন আমির খানের মেয়ে

কখনও পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপন, কখনও আবার পুরুষসঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটানো। বিভিন্ন মুহূর্তে ফ্রেমবন্দি হয়েছেন। এসব ছবি দিয়ে আলোচনা ও সমালোচনা দুইই পেয়েছেন তিনি।

বলা হচ্ছে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খানের মেয়ে ইরা খানের কথা।

তিনি প্রণয়ে জড়িয়েছেন। সেই প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার করেছেন। যদিও তা নিয়ে আজ পর্যন্ত মুখ খোলেননি ইরা, আমির বা পরিবারের কেউই।

আনন্দবাজার বলছে, বুধবার (২০ জুলাই) সকাল থেকে শুরু হয়েছে নতুন জল্পনার। এবার নাকি খান পরিবারে সানাই বাজতে চলেছে। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমিরকন্যা ইরা। হঠাৎ কেন শুরু হল এই জল্পনা?

মঙ্গলবার রাতে একটি ছবি ভাগ করে নেন ইরা। যেখানে মধ্যমণি ইরার দিদা। পাশে প্রেমিক নূপুর শিখরকে নিয়ে বসে আছেন ইরা। সেই ছবি থেকেই তৈরি হয়েছে হাজারো প্রশ্ন। তবে কি বিয়ে করতে চলেছেন আমির-তনয়া?

যদিও তা এখনও রহস্য। কারণ ইরা বা তার পরিবার সবারই মুখে কুলুপ। দুই বছর হয়ে গেল সম্পর্কে রয়েছেন তারা। প্রেম নিয়ে কোনোদিন লুকোছাপা নেই তাদের। সেই প্রমাণ মিলেছিল ইরার জন্মদিনের ছবিতেই।

তবে এখনই খান পরিবারে বিয়ের সানাই বাজবে কি না, তা বলবে সময়

Link copied!