Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কেউ সংসার ভাঙার জন্য বিয়ে করে না: পূর্ণিমা

মো. মাসুম বিল্লাহ

জুলাই ২৩, ২০২২, ১২:৫২ পিএম


কেউ সংসার ভাঙার জন্য বিয়ে করে না: পূর্ণিমা

ঢালিউডের জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা  বলেছেন, ‘দেখুন, কেউ সংসার ভাঙার জন্য বিয়ে করে না। পরিবেশ-পরিস্থিতি এবং বোঝাপড়ার অভাবের কারণেই কিন্তু সম্পর্ক শেষ করতে বাধ্য হয়। আমি মনে করি, এক্ষেত্রে দুজনই সহনশীল হলে এই বিচ্ছেদের প্রশ্নই আর ওঠে না।’ 

একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

‘মনের মাঝে তুমি’ সিনেমার এই নায়িকা বলেন, ‘আমি বারবার চেষ্টা করেছি আমার আগের সংসার টিকিয়ে রাখতে, কিন্তু অপর পক্ষের অসহযোগিতা আমাকে প্রতিকূল পথে ঠেলে দিয়েছে। যেহেতু আমি বিচ্ছেদ কখনো চাইনি, তাই এ বিষয়টি সবসময় এড়িয়ে চলেছি।’

নতুন সংসারে নতুনভাবেই এগিয়ে যেতে চান পূর্ণিমা। স্বামী রবিনের বিষয়ে ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’র নায়িকা বলেন, ‘রবিন খুব সেক্রিফাইসিং মনের মানুষ। সে আমার চলচ্চিত্র, ব্যক্তি এবং আগের বিয়ের জীবন সম্পর্কে সব জেনেশুনেই আমার সঙ্গে দাম্পত্য জীবন শুরু করেছে। তাই ওর সহযোগিতায় সংসার এবং আমার কর্মজীবন আগের মতোই সুন্দরভাবে চালিয়ে যাওয়াটাই আমার আগামী পরিকল্পনা।’

প্রসঙ্গত, ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে হঠাৎ করে নতুন বিয়ের খবর জানান। গত ২৭ মে তার বিয়ে হয়। পাত্র আশফাকুর রহমান রবিন। তিনি পেশায় বহুজাতিক কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা।

জানা গেছে, পূর্ণিমার এটা তৃতীয় বিয়ে। ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হন পূর্ণিমা। খবরটি তখন গোপন রেখেছিলেন তিনি। কিন্তু সেই বিয়ে বেশিদিন টেকেনি। ২০০৭ সালের ১৫ মে বিচ্ছেদ ঘটে তাদের।

এরপর ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন পূর্ণিমা। ২০১৪ সালে কন্যাসন্তানের মা হন তিনি।

এবি

Link copied!