Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫,

টেলিফিল্ম ‘আপন ঘরের তালা’

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

জুলাই ৩০, ২০২২, ০৩:২২ পিএম


টেলিফিল্ম ‘আপন ঘরের তালা’

মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ রাত ৮:৩০ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম ‘আপন ঘরের তালা’।

মানিক বন্দ্যেপ্যাধায় চোর গল্প অবলম্বনে টেলিফিল্ম টি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন, শৌর্য দীপ্ত সূর্য।

এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম, জুই, আব্দুল্লাহ রানা, বদ্ধীনাথ সাহা, মিলন ভট্টাচার্য সহ আরও অনেকে। টেলিফিল্মটি প্রযোজনা করেছেন শাখাওয়াত হোসেন শওকত।

কেএস 

Link copied!