জুলাই ৩১, ২০২২, ১০:৩৮ এএম
বাংলা গানের জনপ্রিয় এ গায়িকা নির্মলা মিশ্র মারা গেছেন। শনিবার (৩০ জুলাই) রাত ১২টা ৫ মিনিটে দক্ষিণ কলকাতার চেতলায় নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বেশ কয়েক মাস ধরেই বার্ধ্যকজনিত রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
তার পারিবারিক চিকিৎসক কৌশিক চক্রবর্তী জানিয়েছেন, নির্মলা হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
নির্মলার পুত্র শুভদীপ দাশগুপ্তের তথ্য মতে, পরিবারের সকলের চোখের সামনেই শিল্পী প্রয়াত হন। তার ভাষ্য, ‘চোখের সামনেই মা চলে গেলেন। ২০১৫-তে সেরিব্রাল অ্যাটাক হয়।
তারপর থেকেই শরীরের একটা পাশে পক্ষাঘাত। তখন থেকেই বিছানায় পুরো শোওয়া থাকতেন মা। ২০১৮ থেকে ২০২২— এই চার বছর হাসপাতাল আর বাড়ি করেছে। শনিবার সকাল থেকেই শ্বাসকষ্ট। তার পর রাতে সব শেষ।’
১৯৩৮ সালে দক্ষিণ ২৪ পরগণার মজিলপুরে জন্মগ্রহণ করেন নির্মলা। পণ্ডিত মোহিনীমোহন মিশ্র ও ভবানী দেবীর কন্যা নির্মলা। বাবার চাকরির কারণেই তিনি তার পরিবার নিয়ে কলকাতার চেতলায় চলে আসেন। স্বর্ণযুগের অন্যতম জনপ্রিয় শিল্পী নির্মলা।
`ও তোতা পাখি রে`, `এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না` তার জনপ্রিয়তম গানগুলির মধ্যে অন্যতম। বাংলা আধুনিক গানের ইতিহাসে তিনি সত্যিই এক চিরস্থায়ী নাম।
বাংলা সিনেমার জন্য প্লে-ব্যাকও গেয়েছেন তিনি, জনপ্রিয় হয়েছে সে গান। ১৯৭৬ সালে উত্তর কুমারের সঙ্গে নব-রূপে তৈরি মহালয়ার প্রভাতী অনুষ্ঠানেও তিনি অংশ নিয়েছিলেন বলে শোনা যায়। নির্মলার স্বামী প্রদীপ দাশগুপ্তও ছিলেন একজন শিল্পী ও গীতিকার।
রাতে তার মরদেহ সার্দান অ্যাভিনিউতে একটি নার্সিং হোমে থাকবে। জানা যায়, রোববার (৩১ জুলাই) সকাল ১০টার দিকে সংগীতশিল্পীর মরদেহ কলকাতার রবীন্দ্রসদনে নিয়ে যাওয়া হবে। ভক্তরা সেখানেই প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাবেন। সূত্র: হিন্দুস্তান টাইমস
আমারসংবাদ/টিএইচ