Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কেন পরিমনির প্রতি মুগ্ধ রাজ? জানা গেল নতুন খবর

সাহিদুল ইসলাম ভূঁইয়া

আগস্ট ৩, ২০২২, ০৭:০৫ পিএম


কেন পরিমনির প্রতি মুগ্ধ রাজ? জানা গেল নতুন খবর

ভালোবাসায় কতখানি বিশ্বাস আর ভরসা থাকলে মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করে ফেলা যায়, তার উদাহরণ শরিফুল রাজ ও পরীমণি। ঢাকাই সিনেমার এই তারকাদ্বয় বিয়ে করেছেন গত বছরের অক্টোবরে। এরপর তাদের ভালোবাসা যেন আরও বেড়ে গেছে।

সেটাই অকপটে বললেন রাজ। স্ত্রী পরীমণির প্রতি মুগ্ধতার কথা জানিয়ে ধন্যবাদ দিয়েছেন তিনি। পরীর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে হালের এই আলোচিত অভিনেতা ফেসবুকে লিখেছেন, ‘তোমার সঙ্গে দেখা হওয়ার পর আমার জীবন একেবারে বদলে গেছে। যখন আমরা বিয়ে করি এবং আমাদের জীবনের সবচেয়ে সুন্দর ধাপ শুরু করি, যেখানে আমাদের ভালোবাসা বেড়েছে ও মজবুত হয়ে উঠেছে। মুগ্ধ হয়ে তোমার প্রশংসা করি; তোমার উপস্থিতি ও ভালোবাসা দিয়ে আমার জীবনকে আশীর্বাদপুষ্ট করার জন্য তোমাকে ধন্যবাদ।’


পরীকে নিয়ে রাজের পোস্ট
ছবিতে দেখা গেল, একটি গাড়ির উপর বসে আছেন রাজ। তার পরনে সাদা শার্ট-প্যান্ট ও বাদামি কটি। অন্যদিকে পরীর পরনে সাদা রঙের গাউন। জানা গেছে, ছবিটি তোলা হয়েছিল গত ২৩ জুলাই। সেদিন এই পোশাকে মিরপুরের সনি স্কয়ারে গিয়েছিলেন রাজ-পরী দম্পতি। সেখানে রাজ অভিনীত ‘পরাণ’ সিনেমাটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল। স্বামীর সিনেমা দেখে আবেগে কেঁদেও ফেলেন পরী।

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও রাজ। এরপর চলতি বছরের জানুয়ারিতে তারা পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। বর্তমানে পরী আট মাসের অন্তঃসত্ত্বা। তাই সমস্ত কাজ থেকে বিরত আছেন। অন্যদিকে ‘পরাণ’ সিনেমায় অভিনয় করে সবার মন জয় করে নিয়েছেন রাজ। এর মধ্যেই গত ২৯ জুলাই মুক্তি পেয়েছে তার আরেকটি সিনেমা ‘হাওয়া’। এটিও তুমুল দর্শকপ্রিয়তা পাচ্ছে।

এদিকে শোনা যাচ্ছে, ছেলে সন্তান আসতে চলেছে রাজ ও পরীর ঘরে। অনাগত সন্তানের জন্য তাদের কেনাকাটার পসরা দেখেই এমনটা আঁচ করছেন অনেকে। যদিও তারা নিজেরা এখনো বিষয়টি নিয়ে স্পষ্ট তথ্য দেননি।

 

Link copied!