Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

‘রাজকুমারী’ চলচ্চিত্রে নবাগত কথা মনি

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

আগস্ট ৩, ২০২২, ০৮:৪৪ পিএম


‘রাজকুমারী’ চলচ্চিত্রে নবাগত কথা মনি

এ প্রজন্মের নবাগত নায়িকা কথা মনি। সম্প্রতি তিনি ‍‍`রাজকুমারী‍‍` নামের একটি নতুন চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এতে কথা মনির বিপরীতে অভিনয় করবেন নবাগত মুসা খান।

রবিউল ইসলাম রাজ পরিচালিত এ ছবির শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে গত ২৪ জুলাই রাতে রাজধানীর মগবাজারের একটি রেস্টুরেন্টে। ছবিটির প্রযোজনা করছেন প্রযোজক লক্ষণ চন্দ্র সমদ্দার। আর পরিবেশনায় রয়েছে দাদা চলচ্চিত্র।

এ প্রসঙ্গে নবাগত নায়িকা কথা মনি বলেন, ‘রাজকুমারী‍‍` চলচ্চিত্রের গল্পটা খুবই সুন্দর। আমার পছন্দ হয়েছে। খুব শীঘ্রই ছবিটির শুটিং শুরু হবে। আশা করি, দর্শকদের ভালো একটা ছবি উপহার দিতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন।’

এদিকে, তিনি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি মাইটিভিতে অনুষ্ঠান উপস্থাপনাও করছেন। এই অনুষ্ঠান গুলো হলো- ‘গানের সুরে মাতো’, ‘রিদম অফ আর্ট’, ‘সিনে সং’, ও ‘সিনেমার গান’।

কেএস 

Link copied!