Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মুক্তির অনুমতি পেল মীম অভিনীত তারকাবহুল সিনেমা দামাল

বিনোদন ডেস্ক

আগস্ট ১২, ২০২২, ০১:৫১ পিএম


মুক্তির অনুমতি পেল মীম অভিনীত তারকাবহুল সিনেমা দামাল

ভালো গল্প প্রাধান্য দিয়ে অনেক তারকার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছেন চলচ্চিত্রের পরীক্ষিত নির্মাতা রায়হান রাফি। বরাবরের মতো দক্ষ পরিচালনা, গল্পের শেষ মুহূর্তে টুইস্ট নিয়ে এসে দর্শককে চমকে দেয়া–এসব দিক রায়হান রাফিকে আজকের মাস্টারমেকার নির্মাতা করেছে।

ঈদে মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘পরাণ’। সিনেমাটি মুক্তির পর বেশ আলোড়ন তোলে সিনেপাড়ায়। ‘পরাণ,’ ‘পোড়ামন ২,’ ‘দহন’ এরপর ইমপ্রেস টেলিফিল্ম-এর তারকাবহুল সিনেমা ‘দামাল’ দিয়ে আবারও বাজিমাত করতে আসছেন তিনি।

এটি ৮ আগস্ট সেন্সর ছাড়পত্র পায়। মুক্তিযুদ্ধের সময়কার স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। যেখানে দেখা যাবে, ফুটবল খেলে অর্জিত অর্থ মুক্তিযোদ্ধের জন্য ব্যয় করছেন এ দলটির সদস্যরা। 

পাশাপাশি ১৯৭১ সালে ফুটবল দল এবং বর্তমান সময়ে নারী ফুটবল দলের কিছু চিত্রের সমন্বয় দেখা যাবে এ সিনেমায়। উত্তরবঙ্গের সৈয়দপুর, রংপুরের বিভিন্ন লোকেশনে এর শুটিং করা হয়েছে।

রাফি জানান, ‘দামাল’ নিয়ে তার প্রত্যাশা ব্যাপক। দর্শককে বড় চমক দিতে চান সিনেমাটি দিয়ে। ‘দামাল’ প্রেমের গল্প, ফুটবল, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা। এখন অবধি রাফির সবচেয়ে বড় এক্সপেরিমেন্টাল এবং বড় কাজ হতে যাচ্ছে ‘দামাল’। এমনটাই জানালেন নির্মাতা রায়হান রাফি।

শিগ্গির সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম। এতে অভিনয় প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, ‘দারুণ গল্পের একটি সিনেমা। বলতে পারি পরানের পর আরও একটি ধামাকা আসছে। 

সবচেয়ে বড় কথা হচ্ছে দামাল সিনেমার সঙ্গে আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস জড়িয়ে আছে। তাই এ সিনেমার প্রতি আবেগও কাজ করছে একটু বেশি।

আমার বিশ্বাস দর্শকরা এ সিনেমাটি উচ্ছ্বাস নিয়ে উপভোগ করবেন।’ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সুমিত, রাশেদ অপু, সাঈদ বাবু, নাজমুস সাকিব, শাহনাজ সুমি, বৃষ্টি, অথৈ, পূজা প্রমুখ।


আমারসংবাদ/টিএইচ

Link copied!