Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

পুত্র সন্তানের মা হলেন সোনম কাপুর

বিনোদন ডেস্ক

আগস্ট ২০, ২০২২, ০৬:৪৯ পিএম


পুত্র সন্তানের মা হলেন সোনম কাপুর

খুশির জোয়ার বইছে কাপুর পরিবারে। মা হলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। অভিনেত্রীর কোল আলো করে এল ফুটফুটে রাজপুত্র।

 শনিবার (২০ আগস্ট) সকালেই অভিনেত্রীরর মা হওয়ার এই আনন্দের খবর প্রকাশ করেছেন কাপুর পরিবারের সদস্য নীতু কাপুর। 

শনিবার (২০ অগাস্ট) এলো সুখবর। নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পরিবারে নতুন সদস্যের আগমনের খবর জানিয়েছেন সোনাম ও আনন্দ আহুজা।ছেলের জন্মের খবর দিয়ে একটি নোট শেয়ার করেছে কাপুর আহুজা দম্পতি।

নোটে লেখা, ‘২০.৮.২০০-এ আমরা আনাদের শিশুপুত্রকে পেলাম। সমস্ত ডাক্তার, নার্স, বন্ধু আর পরিবারকে অনেক ধন্যবাদ এই জার্নিতে আমাদের পাশে থাকার জন্য। জানি এটা শুরু তবে বলতে পারি আমাদের জীবনটাই এবার বদলে গেল। –সোনম আর আনন্দ।’

ভারতীয় গণমাধ্যম জানায়, মেয়ের ঘরে নাতিকে দেখে  আনন্দে আত্মহাতারা অভিনেতা অনিল কাপুর। শুধু তিনিই নন। দাদি সুনীতা কাপুর, মামা অর্জুন কাপুরসহ সকলেই। আর সোনম-আনন্দের এই আনন্দঘন মুহূর্তে সবাই শুভ কামনায় ভাসাচ্ছেন সোনমকে।

২০১৮ সালের ৮ মে বিয়ে করেন সোনম কাপুর ও আনন্দ আহুজা। পাঞ্জাবি রীতি মেনে মুম্বাইয়ে ধুমধাম করে বিয়ে হয় তাদের।

অন্তঃসত্ত্বা হওয়ার পর স্বামী আনন্দ আহুজার সঙ্গে লন্ডনে কাটিয়েছেন সোনম। সেখানে অ্যাডলের কনসার্টে গিয়ে চুটিয়ে মজাও করেছেন। স্বামী আনন্দও দিনরাত এক করে খেয়াল রেখেছেন সোনমের। সেখানে সাধভক্ষণের অনুষ্ঠানও হয়েছিল নায়িকার।


আমারসংবাদ/টিএইচ
 

Link copied!