Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

২৬ বছর যাবত আমাকে কষ্ট দেয়: ওমর সানী

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ৬, ২০২২, ০২:১৭ পিএম


২৬ বছর যাবত আমাকে কষ্ট দেয়: ওমর সানী

শাহরিয়ার চৌধুরী ইমন ওরফে সালমান শাহর প্রয়াণ দিবস আজ। বাংলাদেশের চলচ্চিত্র জগতের বৃহৎ নক্ষত্র তিনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পৃথিবী ছেড়ে চলে যান এই জনপ্রিয় নায়ক। তবে এখনো রয়েছে তার অগণিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষী।

সালমান শাহের জন্ম ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর নানার বাড়ি সিলেটের দাড়িয়াপাড়ায়। তার অভিনয় জীবন শুরু হয় বিটিভিতে শিশুশিল্পী হিসেবে। কিশোর বয়সে তিনি ছিলেন কণ্ঠশিল্পী।

তিনি সিনেমা জগতে মাত্র তিন বছরের ক্যারিয়ারে জনপ্রিয়তার শীর্ষস্থান দখল করেছিলেন। রহস্যজনক মৃত্যুর ২৬ বছর পেরিয়ে গেলেও এখনও জানা সম্ভব হয়নি এর আসল কারণ। অপমৃত্যু নাকি হত্যাকাণ্ড এখনও রয়েছে ধোঁয়াশা।

তার প্রয়াণ দিবসে চিত্রনায়ক ওমর সানী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সাদাকালো ছবিসহ ভালোবাসা প্রকাশ করেছেন।

ক্যাপশনে লেখেন, “আমার সহযোদ্ধা তোমার চলে যাওয়াটাকে ২৬ বছর যাবত আমাকে কষ্ট দেয়, একদিন আমারও চলে আসতে হবে তোমার কাছে। সালমান শাহ (ইমন) আল্লাহ জান্নাত নসিব করুন।

১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্রে আগমন। প্রথম ছবিতেই সারা দেশের মানুষের মন জয় করে নিলেন তার অভিনয়, ব্যক্তিত্ব আর সুদর্শন চেহারা দিয়ে।

মৃত্যুবার্ষিকীতে দেশব্যাপী দোয়া, মিলাদ ও কোরআন খতমসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে তার পরিবার ও সালমান শাহ’র ভক্ত-অনুরাগীরা।

এবি

Link copied!