Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

বলিউড পা রাখছেন রাশমিকা মান্দানা

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ৭, ২০২২, ০৪:৫৮ পিএম


বলিউড পা রাখছেন রাশমিকা মান্দানা

গুডবাই সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে রাশমিকা মান্দানার। সিনেমাটি মুক্তি পাবে আগামী ৭ অক্টোবর। এতে অমিতাভ বচ্চনের মেয়ের চরিত্রে দেখা যাবে দক্ষিণী এ তারকাকে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ছবির ট্রেলার প্রকাশ করা হয়।

ট্রেলার দেখে অনেকে অমিতাভ ও দীপিকা পাড়ুকোনের ‘পিকু’ ছবির সঙ্গে ‘গুডবাই’-এর তুলনা করছেন। কারণ পিকু ছবিটি ছিল বাবা-মেয়ের সম্পর্ককে ঘিরে। এই ছবিতেও বাবা ও তার সন্তানদের সম্পর্কের টানাপড়েনকে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। তবে অমিতাভ অভিনীত বাবা ও রাশমিকা অভিনীত মেয়ের চরিত্র দুটিকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে।

গুডবাই ছবিটি পরিচালনা করেছেন কুইন খ্যাত নির্মাতা বিকাশ বেহেল। একতা কাপুরের প্রযোজিত এ ছবিতে অমিতাভ, রাশমিকা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন  নীনা গুপ্তা, সুনীল গ্রোভার, পাভেল গুলাটি, আশিস বিদ্যার্থী, এলি আব্রাহাম, সাহিল মেহতা, শিবিন নারাঙ্গ, অভিষেক খান।

এবি

Link copied!