Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫,

এবার বিগ বসে নিজেই গেম খেলবেন সালমান

বিনোদন ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২২, ০৯:৩৫ পিএম


এবার বিগ বসে নিজেই গেম খেলবেন সালমান

একেবারে পালটে যাচ্ছে বিগ বসের নিয়ম কানুন। ১৬তম আসরের প্রোমো শেয়ার করে এই শোয়ের সঞ্চালক স্পষ্ট জানিয়ে দিলেন এবারের বিগ বস আরো প্রানবন্ত হতে যাচ্ছে! 

চমক হিসেবে ‘ভাইজান’ এবার নতুন রূপে ধরা দেবেন। ‘বিগ বস সিজন ১৬’ এর প্রোমো শেয়ার করে এই রিয়্যালিটি শোয়ের সঞ্চালক স্পষ্ট জানিয়ে দিলেন এবারের বিগ বস আরও কড়া আরও ভয়ানক!

সালমান জানিয়ে দিলেন, এবারের বিগ বসের ঘরে থাকবেন খোদ সালমান! শুধু এবার সঞ্চালনায় নয়। ঘরে ঢুকে প্রতিযোগীদের সঙ্গে সময়ও কাটাবেন তিনি। খেলার নিয়মেও থাকছে অনেক রদবদল।

প্রোমোতে সালমান বললেন, ‘১৫ বছর ধরে বিগ বস সবার গেম দেখছেন, এবার বিগ বস নিজের গেম দেখাবেন।

এদিকে গুঞ্জন শোনা গিয়েছিল, ‘বিগ বস-১৬’তে নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন সালমান খান। এই তারকা নাকি প্রায় ১ হাজার কোটি রুপি নিচ্ছেন! যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

‘বিগ বস’ সিজন ১৬ আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে প্রচার হওয়ার কথা রয়েছে।

 

টিএইচ

Link copied!