Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

শুক্রবার এসএ টিভির পর্দায় ‘পুষ্প কথা’

বিনোদন ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২২, ০১:৩০ এএম


শুক্রবার এসএ টিভির পর্দায় ‘পুষ্প কথা’

সম্প্রতি নির্মিত হয়েছে একক নাটক ‘পুষ্প কথা’। এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী মৌসুমী হামিদ। এতে মৌসুমী হামিদের বিপরীতে অভিনয় করেছেন আশিক চৌধুরী ও কাজল রায়হান। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন নির্মাতা জাহিদ হাসান।

জানা গেছে, শুক্রবার রাত ৮ টায় এসএ টিভির বিশেষ আয়োজনে নাটকটি প্রচারিত হবে। স্পটলাইট পিআর এর সৌজন্যে নাটকটির টাইটেল স্পন্সর ‘রয়্যাল ক্যাফে’।

‘পুষ্প কথা’ নাটকে মৌসুমী হামিদ, আশিক চৌধুরী ও কাজল রায়হান ছাড়াও আরও অভিনয় করেছেন কাজী ঊজ্জল ও রেবেকা রৌফ সহ আরও অনেকে।

এ প্রসঙ্গে নির্মাতা জাহিদ হাসান বলেন, ‘দর্শকদের বিনোদনের কথা ভেবেই নাটকটি বানানো হয়েছে। ‘পুষ্প কথা’ নাটকটির গল্প অনেক সুন্দর। আশা করছি, নাটকটি দর্শকরা উপভোগ করবেন।’

উল্লেখ্য, গাজীপুরের পুবাইলে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ করা হয়। খুব শিগগির একটি ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।

Link copied!