Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪,

শেহজাদ আমার সন্তান আমার গর্ব: শাকিব খান

বিনোদন ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২২, ১২:৫৪ পিএম


শেহজাদ আমার সন্তান আমার গর্ব: শাকিব খান

অবশেষে সন্তানের কথা প্রকাশ্যে বললেন শাকিব খান। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ফেসবুকে ছেলে বীরের সঙ্গে ছবি প্রকাশ করেছেন এই অভিনেতা। ছবিতে দেখা যায় ছেলেকে কোলে নিয়ে আছেন তিনি।

শাকিব ও বুবলী তাদের নিজেদের ফেসবুক পেজে স্ট্যাটাসে লিখেছেন:

আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে।

তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।

অভিনেতা আরো বলেন, শেহজাদ খান বীর, আমার এবং বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি। 

এদিকে, শাকিব-বুবলীর স্ট্যাটাসে সিনেমা জগতে তাদের ভক্তরা শুভকামনা জানিয়েছেন।

জানা যায়, ২০২০ সালে কাজী হায়াতের ‘বীর’ সিনেমার শুটিং চলাকালীন শাকিব-বুবলীর প্রেমের গুঞ্জন উঠে মিডিয়াপাড়ায়। 

এরপর বুবলীর আমেরিকা পাড়ি দেয়া; দীর্ঘদিন দেশের বাইরে থাকা ও ‍বুবলীকে  শাকিব খানের প্রায় ২৫ হাজার ডলার পাঠানো, সবমিলিয়ে সেসময় ঘটনাটি টক অব দ্য ঢালিউডে পরিণত হয়।

সেসময় যুক্তরাষ্ট্রে শাকিব খানের নতুন ছেলের জন্ম হয়েছে বলে একাধিক সূত্র থেকে জানা যায়। আজ সে বিষয়টি চূড়ান্তভাবে স্পষ্ট হলো। 

টিএইচ

Link copied!