Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

আমেরিকার ভিসা হাতে পেলেন পূজা চেরী

সাহিদুল ইসলাম ভূঁইয়া

অক্টোবর ২, ২০২২, ০৬:৫০ পিএম


আমেরিকার ভিসা হাতে পেলেন পূজা চেরী

হালের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি আমেরিকার ভিসা পেয়েছেন বলে একাধিক সূত্র থেকে জানা গেছে। আর আজ নিজের ভিসা নিজেই জানালেন । ফেসবুকে তাঁর এই ভিসা পাওয়ার খবর নিজেই জানালেন। পূজা চেরি ভিসা সম্বলিত পাসপোর্টের পাাতার ছবি তুলে লিখেছেন - ফাইনালী গট ইট ।

দীর্ঘদিন ধরেই দেশটির ভিসা পাওয়ার চেষ্টা করছিলেন এই নায়িকা।

গুঞ্জন চাউর রয়েছে, ঢাকাই সিনেমার এক জনপ্রিয় নায়ক এবং আমেরিকায় বসবাসরত এক প্রযোজক পূজার এই ভিসার জন্য চেষ্টা চালাচ্ছিলেন। এই ভিসা পাওয়ার ফলে আমেরিকায় শাকিবের নতুন সিনেমায় পূজার অভিনয়ের সুযোগের বিষয়টি উঁকি দিচ্ছে।

শাকিব-পূজা প্রথম ‘গলুই’ সিনেমায় জুটি বাঁধেন। ছবিটি মুক্তির সময় এই নায়ক-নায়িকার প্রেমের গুঞ্জন চাউর হয়। তবে বিষয়টি নিয়ে মুখ খোলেননি কেউ-ই। এ ছবিটি পরিচালনা করেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা এস এ হক অলীক ।

শোনা যাচ্ছে, আগামী অক্টোবরে আমেরিকায় উড়াল দেবেন শাকিব খান। একই মাসে পূজাও দেশটিতে যেতে পারেন। দেখা যাক, কি হয় । হয়ত সময়ই সব প্রশ্নের উত্তর বলে দিবে।

আমারসংবাদ/আরইউ

Link copied!