Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪,

যাকে চাচ্চু বলে ডেকেছি, তার সঙ্গে নাচা পসিবল না

বিনোদন ডেস্ক

অক্টোবর ৬, ২০২২, ০৩:৪৯ পিএম


যাকে চাচ্চু বলে ডেকেছি, তার সঙ্গে নাচা পসিবল না

কয়েক বছর আগেই শাকিব খানের সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন পূজা চেরি। তবে তাকে এখন শাকিবের নায়িকা রূপে দেখা যায়। এমনকি তাদের প্রেমের গুঞ্জন আছে । যদিও এমন প্রমাণ সাপেক্ষ।

পূজার মতো দীঘিও শিশুশিল্পী হিসেবে শাকিবের সিনেমায় অভিনয় করেছেন। তাই নেটিজেনদের ধারণা, হয়তো অচিরেই দীঘিও কিং খানের নায়িকা হবেন।

তবে বিষয়টি নিয়ে দীঘি গণমাধ্যমকে বলেন, ‘আমার মনে হয় না বিষয়টা খুব ইজি হবে। আমি একজনকে ছোটবেলায় চাচ্চু বলে ডেকেছি। বাবা বলেছি। তার সঙ্গে ইজিলি গান গেয়ে নাচব এটা পসিবল না।

যারা করেনি ছোটবেলায়, তাদের জন্য ইজি। বাট আমার জন্য ইজি না। আমি নিজেও মানতে পারব না, দর্শকরা আরও মানতে পারবে না। তবে চরিত্র ডিমান্ড করলে সেটা ভেবে দেখব। কিন্তু আমি নট শিওর এবাউট ইট।’

এদিকে দীঘি এখন সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করছেন। পাশাপাশি কাজ করে যাচ্ছেন সমানতালে। পড়াশোনা আর শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটছে তার। 
টিএইচ

Link copied!