Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

শাহরুখপুত্রের মাদক মামলার তদন্তে প্রশ্নবিদ্ধ এনসিবি

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১৯, ২০২২, ০১:০৯ পিএম


শাহরুখপুত্রের মাদক মামলার তদন্তে প্রশ্নবিদ্ধ এনসিবি

তদন্তে অনিয়মের জন্য বিপাকে পড়তে যাচ্ছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। কর্ডেলিয়া ক্রুজ ড্রাগ মামলায় এনসিবির তদন্তে অনিয়মের প্রমাণ মিলেছে, যেটিতে ভারতীয় সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানসহ আরো কয়েকজনকে মিথ্যাভাবে জড়ানো হয়েছিল। 

এনসিবির একটি বিশেষ অভ্যন্তরীণ প্রতিবেদন জানান দিচ্ছে যে এনসিবি দ্বারা পরিচালিত মামলাটির তদন্তে অনেক অনিয়ম ছিল। খোদ এনসিবি এখন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে মামলাটির বিষয়ে।

২০২১ সালের ২ অক্টোবর গ্রেপ্তার হওয়ার পর প্রায় মাসখানেক জেল হাজতে কাটাতে হয় শাখরুখ পুত্রকে। নানা নাটকীয়তার পর এই মামলা থেকে বেকসুর খালাস পেয়েছে আরিয়ান।

এবার সেই মামলার ঘটনায় বেশ কিছু অনিয়ম খুঁজে পাওয়ার কথা জানিয়েছে এনসিবি। সংস্থাটির বিশেষ তদন্ত দলের সূত্র বলছে, মুম্বাইর প্রমোদ তরীতে অভিযান চালানো এনসিবির ৭-৮ কর্মকর্তার আচরণ ছিল সন্দেহজনক।

যথেষ্ট প্রমাণ ছাড়া আরিয়ান খানকে গ্রেপ্তারের ঘটনায় একটি বিশেষ তদন্ত কমিটি করে ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো। তাদের সূত্রই জানিয়েছে, তদন্তে দেখা গেছে এই মামলায় অনেক অনিয়ম ঘটেছে। তাই এই ঘটনায় জড়িত কর্মকর্তাদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠছে।

এই তদন্তে ৬৫ জনের জবানবন্দি রেকর্ড করা হয়েছিল। তাদের মধ্যে কয়েকজন তিন-চার বার তাদের বক্তব্য পাল্টেছেন।  সূত্র: এনডিটিভি

টিএইচ

Link copied!