Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪,

ভিকির গোপন তথ্য ফাঁস করলেন ক্যাটরিনা!

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১৯, ২০২২, ০৩:৫৪ পিএম


ভিকির গোপন তথ্য ফাঁস করলেন ক্যাটরিনা!

বলিউডের তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। গেল ডিসেম্বরে বিয়ের পর থেকেই খোশ মেজাজে সংসার করছেন নায়িকা।

সম্প্রতি ‘ফোন ভূত’ ছবির প্রচারণায় হাজির হন ক্যাটরিনা। তার সঙ্গী হয়েছিলেন অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী ও ঈশান খট্টর। এ সময় স্বামীর এক গোপন তথ্য ফাঁস করেন নায়িকা।

ক্যাটরিনাকে ভালোবেসে ভিকি কী নামে ডাকেন, সেটি জানতে অনুরাগীদের আগ্রহের কমতি নেই। ভিকিপত্নী এবার সেটিই প্রকাশ করেছেন। তবে এমন অদ্ভুত নাম জেনে ক্যাটরিনা ভক্তরা হেসে কুটিকুটি খাচ্ছেন।

ক্যাটরিনা জানান, ভিকি তাকে ভালোবেসে ‘প্যানিক বাটন’ নামে ডাকেন।

এমন নামে ডাকার কারণ ব্যাখ্যা করে নায়িকার ভাষ্য, নানা কারণে তার প্যানিক করার অভ্যাস। আর স্ত্রীর এমন স্বভাবের কারণেই তাকে ‘প্যানিক বাটন’ নামে ডাকেন ভিকি।

প্রসঙ্গত, ক্যাটরিনার মন জয় করেই তাকে জীবনসঙ্গিনী করেছেন ভিকি। গত বছরের ৯ ডিসেম্বর ভারতের যোধপুরের সোয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টে বসেছিল এই তারকা দম্পতির রাজকীয় বিয়ের আসর। রাজকীয় মণ্ডপে অগ্নি সাক্ষী রেখে সাত পাক ঘুরেছেন তারা।

সূত্র: এবিপি আনন্দ

এবি

 

Link copied!