Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

‘জয় বাংলা ধ্বনি’ সিনেমা

রাজাকার আসাদুজ্জামান নূর, বিশেষ চরিত্রে শাজাহান খান

বিনোদন ডেস্ক

অক্টোবর ২০, ২০২২, ০৩:৫৭ পিএম


রাজাকার আসাদুজ্জামান নূর, বিশেষ চরিত্রে শাজাহান খান

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক নৌ পরিবহনমন্ত্রী ও শ্রমিক নেতা শাজাহান খানের গল্পে নির্মিত হচ্ছে সিনেমা। যার নাম ‘জয় বাংলার ধ্বনি’। 

গল্পের প্রেক্ষাপট মুক্তিযুদ্ধ। এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধবেন চিত্রনায়ক নিরব হোসেন ও ‘ন ডরাই’ খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।

দেশের নন্দিত অভিনেতা, আবৃত্তিশিল্পী, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি দীর্ঘদিন ধরে নানামাত্রিক চরিত্রে অভিনয় করে মুগ্ধতা ছড়িয়েছেন। এবারই প্রথমবার একজন রাজাকার চরিত্রে কাজ করতে যাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে ‘জয় বাংলা ধ্বনি’ সিনেমার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্মাতা খ ম খুরশীদ।

তিনি বলেন, আমাদের দেশের একজন জনপ্রিয় এবং সর্বজন শ্রদ্ধেয় অভিনেতা আসাদুজ্জামান নূর। আমার সিনেমায় তাকে পেয়ে আনন্দিত। উনি এ সিনেমায় রাজাকার চরিত্রে কাজ করবেন। আশা করছি তার ভক্ত অনুরাগীরা চরিত্রটি উপভোগ করবেন। 

সরকারি অনুদানের এ সিনেমায় প্রধান দুটি চরিত্রে দেখা যাবে নায়ক নিরব ও সুনেরাহ বিনতে কামালকে।

সিনেমাটি প্রসঙ্গে নিরব বলেন, মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে সিনেমাটি নির্মাণ করা হবে। মুক্তিযুদ্ধের সিনেমার প্রতি আমার বিশেষ দুর্বলতা রয়েছে। আমার বিশ্বাস এ সিনেমাটি ভালো হবে। 

সেই সঙ্গে এ সিনেমাতে আসাদুজ্জামান নূর ভাই ও সুনেরাহকে পেয়ে ভালো লাগছে। আশা করছি আমাদের কাজ পছন্দ করবেন দর্শক।

২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া সিনেমা ‘জয় বাংলার ধ্বনি’। এটি ৬০ লাখ টাকা পেয়েছে অনুদানে। এ সিনেমার কাহিনী লিখেছেন বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা শাজাহান খান, এমপি। তাকেও একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

টিএইচ

Link copied!