Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

শুটিংয়ে পায়ের লিগামেন্ট ছিঁড়েছে পূজার

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ২১, ২০২২, ০৫:৫৬ পিএম


শুটিংয়ে পায়ের লিগামেন্ট ছিঁড়েছে পূজার

শুটিং করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন অভিনেত্রী পূজা হেগড়ে। আঘাতে তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে পূজা জানিয়েছেন, তার বাঁ পায়ের গোড়ালিতে ব্যান্ডেজ। বালিশের ওপরে পা উঠিয়ে রাখতে হচ্ছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন—ওকে, তারপর লিগামেন্ট ছিঁড়ে যাওয়া।

পায়ে আঘাতের আরেকটি ভিডিও শেয়ার করেছেন পূজা। তাতে দেখা গেছে, বাঁ পায়ে ব্যান্ডেজ নিয়েই মেকআপ নিচ্ছেন পূজা। অর্থাৎ অসুস্থ পা নিয়েই শুটিং করছেন তিনি।তবে কবে কোথায় এই দুর্ঘটনার শিকার হয়েছেন, তা উল্লেখ করেননি তিনি।

টাইমস অব ইন্ডিয়া সূত্রে জানা গেছে, সালমান খানের সঙ্গে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার শুটিং সেটে অভিনয়ের সময় আঘাত পান তিনি। আগামী ২ সপ্তাহ পূজাকে বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসক।

এবি

Link copied!