Amar Sangbad
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫,

বিজ্ঞাপন-সিনেমায় ব্যস্ত শিশির সরদার

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

অক্টোবর ২৭, ২০২২, ০১:২৩ পিএম


বিজ্ঞাপন-সিনেমায় ব্যস্ত শিশির সরদার

তরুণ প্রজন্মের অভিনেতা শিশির সরদার। সমানতালে কাজ করে যাচ্ছেন বিজ্ঞাপন ও নাটকে। ইতোমধ্যে নাম লিখিয়েছেন বড় পর্দাতেও। সব মিলেয়ে বেশ ব্যস্ত সময় যাচ্ছে এই অভিনেতার। ইতোমধ্যে ‍‍`মধ্যবিত্ত‍‍` শিরোনামের একটি সিনেমার কাজ শুরু করেছেন, হাতে আছে আরও তিনটি সিনেমা।

নবীন এই অভিনেতা বলেন, ক্যারিয়ারের শুরুটা নাটক দিয়েই হয়। এরপর বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেছি। সম্প্রতি শেষ করেছি গুণী চলচ্চিত্র নির্মাতা উত্তম আকাশের পরিচালনায় ইস্টার্ন টিউব এর বিজ্ঞাপনচিত্রের। এই বিজ্ঞাপনে আমার কো-আর্ষ্টিট হচ্ছে মডেল ফারজানা সুমি। পাশাপাশি আমি নাটকেও কাজ করছি।

“মধ্যবিত্ত” সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, ধন্যবাদ জানাই আমার পরিচালক তানভীর হাসান ভাইকে। তার কাছে আমি কৃতজ্ঞ। তিনি আমার উপর বিশ্বাস রেখে এই সিনেমায় প্রধান চরিত্রে কাজ করার সুযোগ করে দেয়ার জন্য। আমার হাতে আরো তিনটা সিনেমা রয়েছে। সিনেমাগুলোর কাজ শেষে ইনশাআল্লাহ সবাইকে জানাবো। এক কথায় বলতে গেলে, নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে এই সিনেমা ইন্ডাস্ট্রি পা রেখেছি।ইনশাআল্লাহ সিনেমায় নিজেকে ভালো পর্যায় দেখতে চাই।

উল্লেখ্য, শিশির অভিনীত নাটকগুলো হলো, ট্রাস্ট ইন লাভ,জামাই পাগলী, মায়ের দাফনের কাপড়, গরীব কিন্তু মেধাবী ইত্যাদি।

কেএস 

Link copied!